গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:৫০:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
- / 309
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদার সাথে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ লোকোশেড বধ্যভূমি স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পাতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে একটি র্যালি শহর প্রদক্ষিণ শেষে বধ্যভূমি স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ করে। রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফকীর আব্দুল জব্বারসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
Tag :