বালিয়াকান্দিতে মাস্ক না পরায় ৬ জনের জরিমানা
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:৪৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ১২৫৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে সোমবার বিকেলে মাস্ক না পরায় ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার দুইশ টাকা জরিমানা করা হয়েছে। বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আবু দারদা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া বাজারে অভিযান চালানো হয়। এসময় স্বাস্থ্যবিধি না মেনে জন সমাগমপূর্ণ স্থানে মাস্কবিহীন অবস্থায় চলাফেরার দায়ে ছয়জনকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪(২) ধারায় এক হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া জনসাধারণের মধ্যে ৫০টি মাস্ক বিতরণ ও মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রয় না করতে অনুরোধ করা হয়।
Tag :