বালিয়াকান্দিতে মাস্ক স্যানিটাইজার ও সাবান বিতরণ
- প্রকাশের সময় : ০৫:৩৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১২৩২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ মন্ত্রিপরিষদ সচিবের নির্দেশনায় করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে বিনামূল্যে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় অব্যাহত রয়েছে।
শনিবার সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার ও জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারে মাস্ক, সাবান ও স্যানিটাইজার বিতরণ কালে সচেতনতা সৃষ্টির লক্ষে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান আলী, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাসসহ বাজার বণিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক, সাবান ও স্যানিটাইজার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, আমরা করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলার জন্য ইতিমধ্যেই জনসচেতনা সৃষ্টির লক্ষে হাটে বাজারে বিনামূল্যে মাস্কসহ অন্যান্য উপকরণ বিতরণ করছি। আপনারা পরিবার ও প্রতিবেশীদের রক্ষায় বাড়ী থেকে বের হওয়ার পূর্বে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। মাস্ক বিহীন সড়ক, বাজারসহ পাওয়া গেলে আপনাকে ভ্রাম্যমান আদালতের মুখোমুখি হতে হবে।