বালিয়াকান্দিতে স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৬:১১:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ১৩১২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ীর বালিয়াকান্দি থানার পুলিশ শনিবার সন্ধ্যায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি সুজন শেখকে গ্রেপ্তার করেছে। সে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের খোর্দ্দমেগচামী গ্রামের তায়জুল শেখের ছেলে।
বালিয়াকান্দি থানা সূত্র জানায়, গত ৩০ আগস্ট তারিখে বালিয়াকান্দি উপজেলা এলাকার এক স্কুলছাত্রী নিখোঁজ হয়। এঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গত ১ সেপ্টেম্বর তারিখৈ সুজন শেখকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। ওই সময় আসামিরা পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা যায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার এসআই আসাদুজ্জামান রিপন জানান, ঘটনার পর থেকে সুজন পলাতক ছিল। শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে রাজবাড়ী আদালতে চালান করা হয়েছে।