নৈতিক স্খলনের দায়ে রামদিয়া স্কুলের শিক্ষক আহম্মদ আলী চূড়ান্ত বহিষ্কার
- প্রকাশের সময় : ১২:৩৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ১৮৭৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ নৈতিক স্খলনের দায়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহম্মদ আলীকে চূড়ান্তভাবে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং প্রধান শিক্ষক আলিমুদ্দিন শেখ স্বাক্ষরিত বহিষ্কৃত আহম্মদ আলীকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ২৪ অক্টোবর তারিখে অনুষ্ঠিত সভার ২ নং আলোচ্য সূচীর সিদ্ধান্ত মোতাবেক আপনাকে নৈতিক স্খলনের দায়ে কারাভোগ, পেশাগত অসদাচারণ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। বিদ্যালয়ের সকল কর্মকান্ড থেকেও অব্যাহতি দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুদ্দিন শেখ বলেন, আহম্মদ আলীর বিরুদ্ধে অভিযোগের ঘটনায় আগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। ২৪ অক্টোবরের সভায় চূড়ান্ত বহিষ্কার করা হয়।
প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি তারিখে ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ্ মো. সজিব ফরিদপুর শহরের হোটেল নিউ গার্ডেন সিটিতে অভিযান চালিয়ে রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহম্মদ আলীকে আটক করেন। পরে তার বিরুদ্ধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ধারা ৭ (১) মোতাবেক অভিযোগ গঠন করা হয়। সে অশ্লীল ও অসামাজিক কার্যকলাপের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় দন্ডবিধি ১৮৬০ এর ২৯৪ (ক) ধারা এবং মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ও ৮(১) ধারায় আহম্মদ আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তিন দিন কারাগারে থাকার পর ফরিদপুর আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান।