Dhaka ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাাজবাড়ী বন্ধ সুইমিং পুল পরিদর্শনে ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
  • / ১৫৮১ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ীতে বন্ধ হয়ে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা সুইমিং পুল শনিবার দুপুরে পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল করিম। এসময় যুগ্ম সচিব রেখা রানী বালো, জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার সুকুমার সাহা, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, সাধারণ সম্পাদক  শফিকুল ইসলাম শফি প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শে‌ষে অ‌তি‌রিক্ত স‌চিব সাংবা‌দিকদের ব‌লেন,  দে‌খে ম‌নে হ‌চ্ছে সুই‌মিং পুল‌টি এ‌কিট প‌রিত্যাক্ত প্র‌তিষ্ঠান। এখা‌নে জনবলসহ যে প‌রিমান খরচ সরকার থে‌কে দেয়া প্রয়োজন, হয়‌তো সে প‌রিমান খরচ মেটা‌নো হ‌চ্ছে না। সুই‌মিং পুল‌টি জায়গা অ‌নেক। কিন্তু নিচুস্থান হওয়ায় বড় বড় ঘাস জ‌ন্মে‌ছে। সুইমং পুল‌টির ডিউব টিউবওয়েল নষ্ট, নাই ভ্যাকম পাম্প, পা‌নির অায়র‌নের কা‌ছে যেস্থা‌নে স‌াঁতার কা‌টে সেস্থানের টাইল‌সের রং নষ্ট ও ভাঙ্গা, সুই‌মিং পুলে অাসার মুল রাস্তায় সমস্যা, দীর্ঘ দি‌নের বিদ্যুতের বিল বাঁকীসহ নানান সমস্যা র‌য়ে‌ছে। সর্বপ‌রি সব মি‌লি‌য়ে রাজবাড়ী সুই‌মিং পু‌লে বড় ধর‌নের মেরামত প্রয়োজন ব‌লে ম‌নে ক‌রেন এবং যা অত্যান্ত জরুরী।

‌তি‌নি অা‌রো ব‌লেন, রাজবাড়ীর ড‌লি অাক্তার সাঁতা‌রে অ‌লি‌ম্পি‌কে বাংলা‌দে‌শের প্র‌তি‌নি‌ধিত্ব ক‌রে‌ছেন। এ জেলায় অ‌নেক ভাল মা‌নের সাঁতারু অা‌ছে ব‌লেও জেনে‌ছেন। এখন তারা সুইম‌িং‌য়ের অভা‌বে সাঁতার শিখ‌তে পার‌ছে না। এছাড়া সাঁতার না জানার কার‌ণে অ‌নেক শিশুরা পানি‌তে ডুবে মারা যা‌চ্ছে। সাঁতার জান‌লে শুধু পা‌নি‌তে ডোবা থে‌কে যে মুক্ত হওয়া যায়, তা না। শরী‌রের অ‌নেক উপহার হয় সাঁতা‌রের মাধ্য‌মে। তাই মন্ত্রণাল‌য়ে গি‌য়ে যত দ্রুত সম্ভব রাজবাড়ীর এ সুই‌মিং পুলটি সংস্কারের মাধ্য‌মে অাবার পুনরায় চালুর জন্য সর্বাত্মক চেষ্টা কর‌বেন ব‌লে তি‌নি জানান। সুইমিং পুল‌টি চালু হ‌লে শিশু থে‌কে বৃদ্ধ সব বয়সীরাই সাঁতার শিখ‌তে পার‌বে।

জানা‌গে‌ছে, ২০০৩ সা‌লে নি‌র্মিত রাজবাড়ী সুই‌মিং পুলটি নির্মা‌নের পর থে‌কে অর্থ‌নৈ‌তিক সমস্যা ও পা‌নির সমস্যায় প্রায়ই বন্ধ থাক‌তো। ২০১৪ সা‌লের তৎকালীন জেলা প্রশাসক র‌ফিকুল ইসলাম বয়স ভি‌ত্তিক সাঁতার  শেখা ও সুই‌মিং পুল‌টি পুনরায় চালুর উ‌দ্দ্যোগ নেন। তারপর থে‌কে দীর্ঘ দিন চালু থাক‌লেও প্রায় এক বছর ধ‌রে পানির পাম্প সমস্যা, বিদ্যুৎ বিল বাকীসহ নানান সমস্যায় অাবা‌রো বন্ধ র‌য়ে‌ছে সুই‌মিং পুল‌টির সব ধর‌নের কার্যক্রম।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাাজবাড়ী বন্ধ সুইমিং পুল পরিদর্শনে ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

প্রকাশের সময় : ০৭:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০

জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ীতে বন্ধ হয়ে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা সুইমিং পুল শনিবার দুপুরে পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল করিম। এসময় যুগ্ম সচিব রেখা রানী বালো, জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার সুকুমার সাহা, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, সাধারণ সম্পাদক  শফিকুল ইসলাম শফি প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শে‌ষে অ‌তি‌রিক্ত স‌চিব সাংবা‌দিকদের ব‌লেন,  দে‌খে ম‌নে হ‌চ্ছে সুই‌মিং পুল‌টি এ‌কিট প‌রিত্যাক্ত প্র‌তিষ্ঠান। এখা‌নে জনবলসহ যে প‌রিমান খরচ সরকার থে‌কে দেয়া প্রয়োজন, হয়‌তো সে প‌রিমান খরচ মেটা‌নো হ‌চ্ছে না। সুই‌মিং পুল‌টি জায়গা অ‌নেক। কিন্তু নিচুস্থান হওয়ায় বড় বড় ঘাস জ‌ন্মে‌ছে। সুইমং পুল‌টির ডিউব টিউবওয়েল নষ্ট, নাই ভ্যাকম পাম্প, পা‌নির অায়র‌নের কা‌ছে যেস্থা‌নে স‌াঁতার কা‌টে সেস্থানের টাইল‌সের রং নষ্ট ও ভাঙ্গা, সুই‌মিং পুলে অাসার মুল রাস্তায় সমস্যা, দীর্ঘ দি‌নের বিদ্যুতের বিল বাঁকীসহ নানান সমস্যা র‌য়ে‌ছে। সর্বপ‌রি সব মি‌লি‌য়ে রাজবাড়ী সুই‌মিং পু‌লে বড় ধর‌নের মেরামত প্রয়োজন ব‌লে ম‌নে ক‌রেন এবং যা অত্যান্ত জরুরী।

‌তি‌নি অা‌রো ব‌লেন, রাজবাড়ীর ড‌লি অাক্তার সাঁতা‌রে অ‌লি‌ম্পি‌কে বাংলা‌দে‌শের প্র‌তি‌নি‌ধিত্ব ক‌রে‌ছেন। এ জেলায় অ‌নেক ভাল মা‌নের সাঁতারু অা‌ছে ব‌লেও জেনে‌ছেন। এখন তারা সুইম‌িং‌য়ের অভা‌বে সাঁতার শিখ‌তে পার‌ছে না। এছাড়া সাঁতার না জানার কার‌ণে অ‌নেক শিশুরা পানি‌তে ডুবে মারা যা‌চ্ছে। সাঁতার জান‌লে শুধু পা‌নি‌তে ডোবা থে‌কে যে মুক্ত হওয়া যায়, তা না। শরী‌রের অ‌নেক উপহার হয় সাঁতা‌রের মাধ্য‌মে। তাই মন্ত্রণাল‌য়ে গি‌য়ে যত দ্রুত সম্ভব রাজবাড়ীর এ সুই‌মিং পুলটি সংস্কারের মাধ্য‌মে অাবার পুনরায় চালুর জন্য সর্বাত্মক চেষ্টা কর‌বেন ব‌লে তি‌নি জানান। সুইমিং পুল‌টি চালু হ‌লে শিশু থে‌কে বৃদ্ধ সব বয়সীরাই সাঁতার শিখ‌তে পার‌বে।

জানা‌গে‌ছে, ২০০৩ সা‌লে নি‌র্মিত রাজবাড়ী সুই‌মিং পুলটি নির্মা‌নের পর থে‌কে অর্থ‌নৈ‌তিক সমস্যা ও পা‌নির সমস্যায় প্রায়ই বন্ধ থাক‌তো। ২০১৪ সা‌লের তৎকালীন জেলা প্রশাসক র‌ফিকুল ইসলাম বয়স ভি‌ত্তিক সাঁতার  শেখা ও সুই‌মিং পুল‌টি পুনরায় চালুর উ‌দ্দ্যোগ নেন। তারপর থে‌কে দীর্ঘ দিন চালু থাক‌লেও প্রায় এক বছর ধ‌রে পানির পাম্প সমস্যা, বিদ্যুৎ বিল বাকীসহ নানান সমস্যায় অাবা‌রো বন্ধ র‌য়ে‌ছে সুই‌মিং পুল‌টির সব ধর‌নের কার্যক্রম।