Dhaka ১১:১৮ অপরাহ্ন, সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

বালিয়াকান্দি ইউএনও কার্যালয়ের অফিস সুপার আসলামকে বদলি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
  • / ১৪০০ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ করোনা সংক্রমণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ধুমধাম করে ছেলের বৌভাত অনুষ্ঠান করেছিলেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহ কর্মকর্তার কার্যালয়ের অফিস সুপার এসএম আসলাম। তাকে গোয়ালন্দ উপজেলায় বদলি করা হয়েছে। রোববার বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন স্বাক্ষরিত চিঠিতে তাকে বালিয়াকান্দি থেকে গোয়ালন্দ উপজেলায় বদলি করা হয়। তবে এ বদলি শাস্তিমূলক নয় বলে জানিয়েছে প্রশাসন।

জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার আড়কান্দি গ্রামের বাসিন্দা এসএম আসলাম গত ১১ জুলাই তারিখে তার নিজ বাড়িতে ছেলের বৌভাত অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে প্রায় পাঁচশ মানুষকে দাওয়াত করে খাওয়ানো হয়। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে কারণ দর্শাণোর নোটিশ দেন। একই সাথে বিষয়টি তিনি ঊর্র্ধ্বতন কর্তৃপক্ষকেও জানান।

বালিয়াকান্দি উপজেলা নির্র্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর  অফিস সুপার এসএম আসলামকে কারণ দর্শাণোর নোটিশ দেয়া সহ রাজবাড়ী জেলা প্রশাসনকে বিষয়টি অবগত করা হয়। রোববার জেলা প্রশাসনের এক আদেশে তাকে গোয়ালন্দে বদলি করা হয়েছে। তবে এটি রেগুলার বদলি। শাস্তিমূলক বদলি নয়। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে তাকে গোয়ালন্দে যোগদান করতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দি ইউএনও কার্যালয়ের অফিস সুপার আসলামকে বদলি

প্রকাশের সময় : ০৭:৫৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০

জনতার আদালত অনলাইন ॥ করোনা সংক্রমণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ধুমধাম করে ছেলের বৌভাত অনুষ্ঠান করেছিলেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহ কর্মকর্তার কার্যালয়ের অফিস সুপার এসএম আসলাম। তাকে গোয়ালন্দ উপজেলায় বদলি করা হয়েছে। রোববার বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন স্বাক্ষরিত চিঠিতে তাকে বালিয়াকান্দি থেকে গোয়ালন্দ উপজেলায় বদলি করা হয়। তবে এ বদলি শাস্তিমূলক নয় বলে জানিয়েছে প্রশাসন।

জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার আড়কান্দি গ্রামের বাসিন্দা এসএম আসলাম গত ১১ জুলাই তারিখে তার নিজ বাড়িতে ছেলের বৌভাত অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে প্রায় পাঁচশ মানুষকে দাওয়াত করে খাওয়ানো হয়। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে কারণ দর্শাণোর নোটিশ দেন। একই সাথে বিষয়টি তিনি ঊর্র্ধ্বতন কর্তৃপক্ষকেও জানান।

বালিয়াকান্দি উপজেলা নির্র্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর  অফিস সুপার এসএম আসলামকে কারণ দর্শাণোর নোটিশ দেয়া সহ রাজবাড়ী জেলা প্রশাসনকে বিষয়টি অবগত করা হয়। রোববার জেলা প্রশাসনের এক আদেশে তাকে গোয়ালন্দে বদলি করা হয়েছে। তবে এটি রেগুলার বদলি। শাস্তিমূলক বদলি নয়। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে তাকে গোয়ালন্দে যোগদান করতে হবে।