রাজবাড়ীর খানখানাপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০১:৫১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
- / ১৬৪৪ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় শুক্রবার ব্যবসায়ী শহীদ শেখ(৫৫) কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি একই উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের মৃত ইব্রাহীম শেখের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, খানখানাপুর থেকে বাজার সওদা করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন শহীদ শেখ। কাজীপাড়া এলাকায় পৌছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান শহীদ শেঢ়খ।
রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে তিনি খুন হয়েছেন তা তাৎক্ষনিক জানা যায়নি।
Tag :