Dhaka ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা থেকে পালিয়ে আসা করোনা আক্রান্ত দম্পতি রাজবাড়ীতে আটক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
  • / ১৩৯৩ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ ঢাকা থেকে পালিয়ে আসা করোনা ভাইরাস আক্রান্ত দম্পতি তছিকুল ইসলাম ও শিল্পী বেগমকে শুক্রবার রাতে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী শহরের রতন ক্লিনিকের সামনে একটি অটোরিক্সা থেকে আটক করেছে রাজবাড়ী স্বাস্থ্য বিভাগ ও সদর থানার পুলিশ। তাদের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা এলাকায়। রাতেই তাদেরকে কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, তছিকুল ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় বাসা ভাড়া করে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। গত বুধবার তছিকুলের এবং পরদিন বৃহস্পতিবার তার স্ত্রীর শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর তারা আতঙ্কে ঢাকা ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। শুক্রবার সকালে ঢাকা থেকে পালিয়ে আসে। সন্ধ্যায় রাজবাড়ী জেলা প্রশাসনের তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।
রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তারা ঢাকা থেকে পালিয়ে এসেছেÑ এমন তথ্য পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশের সহযোগিতায় ওই দম্পতিকে আটক করে কুষ্টিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা ঢাকার কোনো হাসপাতালে ভর্তি ছিলনা। সম্ভবত বাড়িতে থেকেই তাদের করোনা পজিটিভ ধরা পড়ে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকা থেকে পালিয়ে আসা করোনা আক্রান্ত দম্পতি রাজবাড়ীতে আটক

প্রকাশের সময় : ০৭:০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০

জনতার আদালত অনলাইন ॥ ঢাকা থেকে পালিয়ে আসা করোনা ভাইরাস আক্রান্ত দম্পতি তছিকুল ইসলাম ও শিল্পী বেগমকে শুক্রবার রাতে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী শহরের রতন ক্লিনিকের সামনে একটি অটোরিক্সা থেকে আটক করেছে রাজবাড়ী স্বাস্থ্য বিভাগ ও সদর থানার পুলিশ। তাদের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা এলাকায়। রাতেই তাদেরকে কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, তছিকুল ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় বাসা ভাড়া করে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। গত বুধবার তছিকুলের এবং পরদিন বৃহস্পতিবার তার স্ত্রীর শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর তারা আতঙ্কে ঢাকা ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। শুক্রবার সকালে ঢাকা থেকে পালিয়ে আসে। সন্ধ্যায় রাজবাড়ী জেলা প্রশাসনের তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।
রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তারা ঢাকা থেকে পালিয়ে এসেছেÑ এমন তথ্য পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশের সহযোগিতায় ওই দম্পতিকে আটক করে কুষ্টিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা ঢাকার কোনো হাসপাতালে ভর্তি ছিলনা। সম্ভবত বাড়িতে থেকেই তাদের করোনা পজিটিভ ধরা পড়ে।