রাজবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও পুরস্কার বিতরণ
- প্রকাশের সময় : ০৬:২০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ ‘মানুষ মানুষের জন্য’ স্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান ও বাঙালি বাংলাদেশ বঙ্গবন্ধু বিষয়ক ক্যুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
বিনি পয়সার স্কুল এর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীÑ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
এ উপলক্ষে এক আলোচনা সভায় সংস্থার পরিচালক আনম মহিতুজ্জামান বেলালের সভাপতিত্বে বক্তৃতা করেন অবসরপ্রাপ্ত প্রকৌশলী একেএম সিদ্দিক, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জোবায়রা জহুর, রাজবাড়ী আবুল হোসেন কলেজের উপাধ্যক্ষ খন্দকার ফারুক আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারিয়া আক্তার রোজা।
প্রধান অতিথি সাংসদ কাজী কেরামত আলী বলেন, বর্তমানে জ্ঞান বিজ্ঞানের যুগে সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য যে উদ্যোগ নেয়া হয়েছে তা অত্যন্ত সময়োপোযোগী। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এ প্রাপ্ত সুবিধা কাজে লাগাতে হবে। মানুষের মত মানুষ হবে। তবেই এদেশ আরও একধাপ এগিয়ে যাবে।
অনুষ্ঠানে ২৫ জন সুবিধাবঞ্চিত শিশুকে উপবৃত্তি হিসেবে চারশ টাকা করে এবং বিভিন্ন ক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৬০ জনকে পুরস্কার হিসেবে বই দেয়া হয়।