গোয়ালন্দে ছিনতাইকারীসহ দুইজন গ্রেপ্তার

- প্রকাশের সময় : ০৭:৪৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০
- / 481
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে এক ছিনতাইকারী ও গাড়ি চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
থানা পুলিশ সূত্র জানায়, শনিবার ভোর রাতে দৌলতদিয়া ক্যানেল ঘাট এলাকায় সিরিয়ালে আটকে থাকা যানবাহনের যাত্রীদের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা কালে আমিন মন্ডল (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। সে দৌলতদিয়া ইউনিয়নের কিয়ামদ্দিন পাড়া গ্রামের আজহার মন্ডলের ছেলে। অপরদিকে গোয়ালন্দ পৌর জামতলা এলাকা থেকে এরশাদ আলী (৩৫) নামে গাড়ি চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার উজানচর ইউনিয়নের শ্রীদাম দত্তের পাড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আটকৃত ছিনতাইকারী আমিনকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের হাকিম ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন ২ মাসের কারাদন্ডের আদেশ দিয়ে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন। এছাড়া গাড়ি চুরির দুটি মামলায় গ্রেপ্তারী পরোয়ানভূক্ত আসামী এরশাদকে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।