Dhaka ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে সাঁতার কাটতে গিয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১০:২৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮
  • / ১৫১১ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে আব্দুর রহমান টুটু (১৪) নামে এক স্কুলছাত্রের। মঙ্গলবার সকালে রাজবাড়ী পৌর এলাকার টিএন্ডটি পাড়ার খোকাবাবুর পুকুরে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান পৌর এলাকার সজ্জনকান্দা গ্রামের এসকে আব্দুর রবের ছেলে। রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল সে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গোসল করতে নেমে সাঁতার কাটতে কাটতে পুকুরের মাঝখানে চলে যায়। এক পর্যায়ে সে দম হারিয়ে ফেলে। ওই সময় সে বাঁচানোর আকুতি জানাচ্ছিল। স্থানীয় লোকজন ও রাজবাড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক শওকত জোয়ার্দার জানান, পুকুরটি ফায়ার স্টেশনের কাছেই। তারা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে রহমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তার আগেই সে মারা যায়।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে সাঁতার কাটতে গিয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময় : ১০:২৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮

জনতার আদালত অনলাইন ॥ পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে আব্দুর রহমান টুটু (১৪) নামে এক স্কুলছাত্রের। মঙ্গলবার সকালে রাজবাড়ী পৌর এলাকার টিএন্ডটি পাড়ার খোকাবাবুর পুকুরে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান পৌর এলাকার সজ্জনকান্দা গ্রামের এসকে আব্দুর রবের ছেলে। রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল সে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গোসল করতে নেমে সাঁতার কাটতে কাটতে পুকুরের মাঝখানে চলে যায়। এক পর্যায়ে সে দম হারিয়ে ফেলে। ওই সময় সে বাঁচানোর আকুতি জানাচ্ছিল। স্থানীয় লোকজন ও রাজবাড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক শওকত জোয়ার্দার জানান, পুকুরটি ফায়ার স্টেশনের কাছেই। তারা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে রহমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তার আগেই সে মারা যায়।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।