রাজবাড়ীতে সবচেয়ে বেশি জিপিএ ৫ সরকারি উচ্চ বিদ্যালয়ের ॥ পাশের হারে এগিয়ে ইয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:৩৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮
- / ২৩৩৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে সর্বোচ্চ ৩৬ জন জিপি ৫ পেয়েছে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। এ বিদ্যালয় থেকে এবার ২৭৭ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ২৩৯ জন। পাশের হার শতকরা ৮৬ দশমিক ২৮ ভাগ।
রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাশের হার বেশি হলে জিপিএ ৫ এ পিছিয়ে আছে। এ বিদ্যালয় থেকে ৩০২ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ২৬৬ জন। পাশের হার শতকরা ৮৮ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ৩১ জন শিক্ষার্থী।
জেলায় পাশের হারে সবচেয়ে এগিয়ে আছে পাংশা উপজেলার ইয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ। এ বিদ্যালয় থেকে ১৮৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১৮০ জন। পাশের হার ৯৫ দশমিক ২৪ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ২২ জন।
Tag :