Dhaka ০৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে নিখোঁজের ৫দিন পর ডোবায় মিলল কৃষকের লাশ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৩০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ মার্চ ২০১৮
  • / ১৪৯৯ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ নিখোঁজের পাঁচ দিন পর শুক্রবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামের একটি ডোবা থেকে জালাল মোল্লা (৪২) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। সে একই গ্রামের মৃত আজিজ মোল্লার ছেলে। গত সোমবার থেকে সে নিখোঁজ ছিল।
এলাকাবাসী জানায়, জালাল মোল্লা কখনও কৃষিকাজ করতো আবার কখনও ঘুরে বেড়াতো। কিছুদিন যাবৎ সে বিদেশ যাওয়ার চেষ্টা করছিল। আগামি ৫ মার্চ সে বিদেশ যাবে বলেও কয়েকজনকে জানিয়েছিল।
নিহতের সেজো ভাই দুলাল মোল্লা জানান, তার ছোট ভাই জালাল মোল্লা বিয়ে করেনি। পৈতৃক সম্পত্তির নিজের ভাগ লীজ দিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করছিল। গত সোমবার বিকেলে কাউকে কিছু না বলে সে বাড়ি থেকে বের হয়। তারপর আর ফিরে আসেনি। শুক্রবার বাড়ির অনতিদূরে একটি ডোবায় তার লাশ লোকজন দেখতে পায়। তার মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) মোহম্মদ জিয়ারুল ইসলাম জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশটি পচে গলে গেছে। সুরতহাল রিপোর্টে মৃত্যুর কারণ শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দিলে তা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে নিখোঁজের ৫দিন পর ডোবায় মিলল কৃষকের লাশ

প্রকাশের সময় : ০৮:৩০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ মার্চ ২০১৮

জনতার আদালত অনলাইন ॥ নিখোঁজের পাঁচ দিন পর শুক্রবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামের একটি ডোবা থেকে জালাল মোল্লা (৪২) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। সে একই গ্রামের মৃত আজিজ মোল্লার ছেলে। গত সোমবার থেকে সে নিখোঁজ ছিল।
এলাকাবাসী জানায়, জালাল মোল্লা কখনও কৃষিকাজ করতো আবার কখনও ঘুরে বেড়াতো। কিছুদিন যাবৎ সে বিদেশ যাওয়ার চেষ্টা করছিল। আগামি ৫ মার্চ সে বিদেশ যাবে বলেও কয়েকজনকে জানিয়েছিল।
নিহতের সেজো ভাই দুলাল মোল্লা জানান, তার ছোট ভাই জালাল মোল্লা বিয়ে করেনি। পৈতৃক সম্পত্তির নিজের ভাগ লীজ দিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করছিল। গত সোমবার বিকেলে কাউকে কিছু না বলে সে বাড়ি থেকে বের হয়। তারপর আর ফিরে আসেনি। শুক্রবার বাড়ির অনতিদূরে একটি ডোবায় তার লাশ লোকজন দেখতে পায়। তার মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) মোহম্মদ জিয়ারুল ইসলাম জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশটি পচে গলে গেছে। সুরতহাল রিপোর্টে মৃত্যুর কারণ শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দিলে তা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।