রাজবাড়ীতে জাতীয় শোক দিবস পালিত
- প্রকাশের সময় : ০৭:৫৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭
- / ১৪৭৫ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদার সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ ও জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক দুটি শোক র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ সকল শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীÑ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার সালমা বেগম, সিভিল সার্জন ডা. রহিম বক্স, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী।
দিনটি উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করে।