রাজবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত
- প্রকাশের সময় : ০৯:১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭
- / ১৫২৮ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার ॥ ‘শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই তাদের নিরাপদ বেড়ে ওঠার প্রথম পদক্ষেপ’ এই স্লোগানকে সামনে রেখে বুধবার রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে মানববন্ধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রহমান। বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যড. এমএ খালেক, সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদদপ্তরের সহকারী পরিচালক রাজীব মিনা প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, এনজিও কর্মীরা অংশগ্রহণ করেন।