রাজবাড়ীতে শেষ হলো ৫দিন ব্যাপী বৃক্ষমেলা
- প্রকাশের সময় : ০৭:৩৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭
- / ১৩০১ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে গতকাল সোমবার বিকেলে শেষ হয়েছে পাঁচদিন ব্যাপী বৃক্ষমেলা। রাজবাড়ী জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণের যৌথ উদ্যোগে রাজবাড়ী আযাদী ময়দানে এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কিংকর চন্দ্র দাস। রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) নাঈম আস সাকিব, রাজবাড়ী হর্টিকালচার সেন্টারের উপ পরিচালক নিরুত্তম কুমার সরকার, রাজবাড়ী বন বিভাগের বন কর্মকর্ত মনিরুজ্জামান খান প্রমুখ।
এদিকে বিগত যে কোনো সময়ের চেয়ে এ মেলার জৌলুস ছিল কম। অনুষ্ঠিত মেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে মাত্র ছয়টি স্টল স্থাপন করা হয়। যেখানে গত বছর ছিল ১৬টি স্টল।
এ প্রসঙ্গে রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) নাঈম আস সাকিব বলেন, গত বছর মেলার ব্যাপ্তি ছিল সাতদিন। এবার ছিল পাঁচ দিন। এছাড়া আবহাওয়াও বিরূপ ছিল। এসব কারণে স্টল কম ছিল।