রাজবাড়ীতে মা সমাবেশ
- প্রকাশের সময় : ০৭:০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭
- / ১৪৬৮ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার ॥ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সন্তানদের সুনাগরিক ও সুশিক্ষিত করতে মায়েদের সচেতন করার লক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃহস্পতিবার সকালে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত মা সমাবেশে অ্যড. নাজমা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা খাতুন, মেজবাহ উল করিম রিন্টু, সৌমিত্র শীল, নীলা খাতুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু তাহের।
এ সমাবেশে মায়েরা তুলে ধরলেন বিভিন্ন সমস্যার কথা। বিউটি বেগম, শিল্পী আক্তার, বেগম রোকেয়া, জাহানারা খাতুন, সামেলা বেগম নিভৃতপল্লীতে বসবাসকারী গৃহবধূ। যাদের সন্তানেরা পড়াশোনা করে কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তারা জানালেন, বিদ্যালয়ে একটি শহীদ মিনার থাকার আবশ্যকতার কথা। বিদ্যালয়ে একটি প্রাচীর থাকলে শিশুরা সময় অসময়ে বাইরে যেতে পারবে না। যথাসময়ে উপবৃত্তি না পাওয়ারও অভিযোগ করলেন তারা।