কালুখালীতে ট্রেনে কাটা পড়ে তরুণী নিহত
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:৩৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০১৭
- / ১৪২১ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার ॥ গোয়ালন্দ ঘাটÑপোড়াদহ রেলপথের রাজবাড়ীর কালুখালী উপজেলার কালুখালী রেলস্টেশনের অদূরে বাকপাড়া মোড় এলাকায় শুক্রবার দুপুরে ট্রেনে কাটা পড়ে সাধনা বিশ^াস (২৫) নামে এক তরুণী নিহত হয়েছে। সে একই উপজেলার রতনদিয়া ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামের সদানন্দ বিশ^াসের মেয়ে। নিহত তরুণী মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ওই তরুণী কালুখালী রেলস্টেশনের অদূরে হোম সিগন্যালের কাছে রেল লাইনের উপর দিয়ে হাঁটছিল। ওই সময় রাজশাহী থেকে গোয়ালন্দ ঘাটগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি তার দেহের উপর দিয়ে চলে যায়। এতে তার শরীর দ্বিখন্ডিত হয়ে যায়।
রাজবাড়ী জিআরপি থানার ওসি হারুন মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।
Tag :