বালিয়াকান্দিতে নৃ-তাত্ত্বিক শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:১৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
- / ১৪৮৩ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে মঙ্গলবার উপজেলার নৃÑতাত্ত্বিক জনগোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রাকিব হায়দারের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন বালিয়াকান্দি পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ৭৮ জন শিক্ষার্থীকে যথাক্রমে দুইশ, পাঁচশ ও ১৫শ টাকা করে বৃত্তি দেয়া হয়।
Tag :