রাজবাড়ীতে বই পড়া প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধের আলোচনা
- প্রকাশের সময় : ১২:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭
- / ১৬৫৩ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর বিজ্ঞান বিষয়ক সংগঠন বিজ্ঞান চেতনার উদ্যোগে মঙ্গলবার রাজবাড়ী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মুক্তিযুদ্ধে নারী বিষয়ক আলোচনা, মুক্তিযুদ্ধের বই পড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, আলোকিত বই পড়া কর্মসূচীর উদ্বোধন এবং বিদ্যালয় ছাত্রীদের অংশগ্রহণে ছড়া, কবিতা ও গান অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান চেতনার আহ্বায়ক মহিতুজ্জামান বেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন কমান্ডার বাকাউল আবুল হাসেম, মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহিম মোল্লা, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম, রাজবাড়ী ডিবেট এসাসিয়েশনের সভাপতি মেজবাহ উল করিম রিন্টু, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার পাল প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে পাকবাহিনী ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে। তিন লাখ মাÑবোনের সম্ভ্রমহানি করেছে। পুরুষদের পাশাপাশি নারীরাও কম ত্যাগ স্বীকার করেনি। নারীরাও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। এদেশ স্বাধীন করতে তাদেরও ভূমিকা ছিল অনেক।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ২৪ জন ছাত্রীকে বই পড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পুরষ্কার হিসেবে বই উপহার দেয়া হয়। একই সাথে আলোকিত বই পড়া কর্মসূচীতে তাদের অংশ নেয়ার আহ্বান জানানো হয়।