রাজবাড়ীতে ৫ গুণী ব্যক্তিকে সম্মাননা
- প্রকাশের সময় : ১০:৪৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭
- / ১৬০২ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে পাঁচ গুণী ব্যক্তিকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা’ দেয়া হয়েছে। এবছর আব্দুল হালিম বিশ^াসকে ফটোগ্রাফিতে, নরেশ ঘোষকে যাত্রা শিল্পে, ওয়াহেদ মন্ডলকে নাট্যকলায়, আব্দুস সোবহানকে লোক সংস্কৃতিতে এবং শ্যামা দেকে কণ্ঠ সঙ্গীতে সম্মাননা দেয়া হয়।
সোমবার সন্ধ্যায় রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে ময়দানে একুশে বই মেলার উদ্বোধনী মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের হাতে নগদ ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ তুলে দেন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীÑ২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম। রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরার সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম পিপিএম, অধ্যক্ষ ড. ফকীর আব্দুর রশীদ, অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা প্রমুখ। এর আগে অতিথিবৃন্দ বেলুন ও পায়রা উড়িয়ে চারদিন ব্যাপী একুশে বই মেলার উদ্বোধন করেন।