রাজবাড়ীর পাংশায় পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী সদস্য নিহত
- প্রকাশের সময় : ১১:৫৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭
- / ১৭০৫ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের নাওড়াবনগ্রাম এলাকায় পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মোয়াজ্জেম ফকির নামে একজন নিহত হয়েছে। সে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের আব্দুল মাজেদ ফকিরের ছেলে। পুলিশের দাবি সে স্থানীয় চরমপন্থী নেতা। তার বিরুদ্ধে পাংশা থানায় সাতটি হত্যা মামলা ও একটি চাঁদাবাজী মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড তাজা কার্তুজ এবং দুই রাউন্ড ফায়ার কার্তুজ উদ্ধার করেছে।
পাংশা থানা সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে পাংশা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। তার দেয়া তথ্য মতে শুক্রবার ভোররাতে উপজেলার সরিষা ইউনিয়নের নাওড়াবনগ্রাম এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে গেলে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। ওই সময় পুলিশের গাড়ী থেকে পালাতে গিয়ে মোয়াজ্জেম গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে পাংশা হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোফাজ্জেল হোসেন জানান, মোয়াজ্জেম স্থানীয় চরমপন্থী দলের সদস্য। এব্যাপারে একটি মামলা হয়েছে।