Dhaka ০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হিলারীর নতুন বই

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭
  • / ১২৬৭ জন সংবাদটি পড়েছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে ভীষণ আশাহত হয়ে নিভৃতচারী জীবন বেছে নেওয়া হিলারি ক্লিনটন নতুন একটি বই প্রকাশ করতে যাচ্ছেন। বছরের পর বছর ধরে তিনি যেসব উক্তি সংগ্রহ করেছেন, সেগুলোই বই আকারে প্রকাশ করা হবে।
হিলারি এক বিবৃতিতে বলেন, ‘এসব উদ্ধৃতি সুসময় উদ্যাপনে আমাকে সহায়তা করেছে, বিদঘুটে সময়ে হাসতে শিখিয়েছে, কঠিন সময়ে অধ্যবসায়ী হতে শিখিয়েছে এবং আত্মোৎসর্গী মানসিকতার ব্যাপারে আমার বিশ্বাসকে গভীরতর করেছে। ’
এখনো নাম চূড়ান্ত না হওয়া হিলারির নতুন বইটি প্রকাশ করবে প্রকাশনা প্রতিষ্ঠান সাইমন অ্যান্ড শুস্টার। আসছে শরতে বইটি প্রকাশ করা হবে। হিলারি এর আগে যে পাঁচটি বই লিখেছেন, তার মধ্যে তিনটিই প্রকাশ করেছে সাইমন অ্যান্ড শুস্টার। বইটি সম্পর্কে তারা জানিয়েছে, হিলারির সংগ্রহে থাকা উক্তিগুলো নিয়ে প্রথম তারা কথা বলে ১৯৯৪ সালে। তখন তিনি ফার্স্ট লেডি ছিলেন। এত দিন পর বিষয়টি আবার আলোচনায় আসায় উত্ফুল্ল প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ক্যারোলিন রেইডি বলেন, ‘যেসব কথা ও ভাবনা হিলারিকে পরিপূর্ণ করেছে, তাঁকে সমৃদ্ধ করেছে, তাঁর অসামান্য জীবনের অভিজ্ঞতাকে অর্থপূর্ণ করে তুলেছে, সেগুলো সবার সামনে তুলে ধরার জন্য এটাকেই উপযুক্ত সময় হিসেবে বেছে নিয়েছেন তিনি। তাঁর এ সিদ্ধান্তে আমরা আনন্দিত। ’
৬৯ বছর বয়সী ডেমোক্রেটিক রাজনীতিক হিলারি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এর আগে ফার্স্ট লেডির ভূমিকায় থাকাকালেও তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা সমৃদ্ধ হয়েছে। ইতিহাস গড়ার প্রত্যয় নিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার জন্য তিনি নির্বাচনী দৌড় শুরু করেন। গত ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বিপুলসংখ্যক পপুলার ভোট পেলেও ইলেক্টরাল কলেজের ভোটের হিসাবে পরাজিত হন। এর পর থেকে অনেকটা লোকচক্ষুর আড়ালে চলে গেছেন তিনি। সূত্র : এএফপি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হিলারীর নতুন বই

প্রকাশের সময় : ০৭:২০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে ভীষণ আশাহত হয়ে নিভৃতচারী জীবন বেছে নেওয়া হিলারি ক্লিনটন নতুন একটি বই প্রকাশ করতে যাচ্ছেন। বছরের পর বছর ধরে তিনি যেসব উক্তি সংগ্রহ করেছেন, সেগুলোই বই আকারে প্রকাশ করা হবে।
হিলারি এক বিবৃতিতে বলেন, ‘এসব উদ্ধৃতি সুসময় উদ্যাপনে আমাকে সহায়তা করেছে, বিদঘুটে সময়ে হাসতে শিখিয়েছে, কঠিন সময়ে অধ্যবসায়ী হতে শিখিয়েছে এবং আত্মোৎসর্গী মানসিকতার ব্যাপারে আমার বিশ্বাসকে গভীরতর করেছে। ’
এখনো নাম চূড়ান্ত না হওয়া হিলারির নতুন বইটি প্রকাশ করবে প্রকাশনা প্রতিষ্ঠান সাইমন অ্যান্ড শুস্টার। আসছে শরতে বইটি প্রকাশ করা হবে। হিলারি এর আগে যে পাঁচটি বই লিখেছেন, তার মধ্যে তিনটিই প্রকাশ করেছে সাইমন অ্যান্ড শুস্টার। বইটি সম্পর্কে তারা জানিয়েছে, হিলারির সংগ্রহে থাকা উক্তিগুলো নিয়ে প্রথম তারা কথা বলে ১৯৯৪ সালে। তখন তিনি ফার্স্ট লেডি ছিলেন। এত দিন পর বিষয়টি আবার আলোচনায় আসায় উত্ফুল্ল প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ক্যারোলিন রেইডি বলেন, ‘যেসব কথা ও ভাবনা হিলারিকে পরিপূর্ণ করেছে, তাঁকে সমৃদ্ধ করেছে, তাঁর অসামান্য জীবনের অভিজ্ঞতাকে অর্থপূর্ণ করে তুলেছে, সেগুলো সবার সামনে তুলে ধরার জন্য এটাকেই উপযুক্ত সময় হিসেবে বেছে নিয়েছেন তিনি। তাঁর এ সিদ্ধান্তে আমরা আনন্দিত। ’
৬৯ বছর বয়সী ডেমোক্রেটিক রাজনীতিক হিলারি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এর আগে ফার্স্ট লেডির ভূমিকায় থাকাকালেও তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা সমৃদ্ধ হয়েছে। ইতিহাস গড়ার প্রত্যয় নিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার জন্য তিনি নির্বাচনী দৌড় শুরু করেন। গত ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বিপুলসংখ্যক পপুলার ভোট পেলেও ইলেক্টরাল কলেজের ভোটের হিসাবে পরাজিত হন। এর পর থেকে অনেকটা লোকচক্ষুর আড়ালে চলে গেছেন তিনি। সূত্র : এএফপি।