মঞ্চে ছাত্র প্রতিনিধির চেয়ার না রাখায় ডিসির পদত্যাগ দাবি
- প্রকাশের সময় : ০৮:২০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / 33
যশোর শিল্পকলা একাডেমিতে “তারণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। ওই সভার মঞ্চে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বসার চেয়ার না রাখায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় যশোর শিল্পকলা একাডেমি চত্বরে বিক্ষোভ করেন তারা। এ দিন বিকেলে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।
জানা গেছে, বিক্ষোভ মিছিলে জেলা প্রশাসক আজাহারুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানসহ তাকে প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা। পরে সার্কিট হাউজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। তার আশ্বাসের পর শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি আপাতত স্থগিত করেছেন।
সেমিনার ও আলোচনায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের লোকজন উপস্থিত ছিলেন। সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হলে মঞ্চে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বসার চেয়ার না রাখায় শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এরপর শিল্পকলা একাডেমির ফটকের সামনে বিক্ষোভ করতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা জেলা প্রশাসকে উদ্দেশ্য করে নানা স্লোগান দিতে থাকেন। পরে ডিসিকে প্রত্যাহারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের যুগ্ম সদস্য সচিব জান্নাতুল ফুয়ারা অন্তরা বলেন, “যে অনুষ্ঠান তরুণদের নিয়ে; সেই অনুষ্ঠানে তারা উপেক্ষিত। জুলাই বিপ্লব এনেছে তরুণরা। আমাদের সঙ্গে যে আচরণ করা হলো; সেটা অগ্রহণযোগ্য। অনুষ্ঠান মঞ্চে প্রতিটি রাজনৈতিক দলের নেতারা জায়গা পেয়েছেন; কিন্তু জুলাই-আগস্ট বিপ্লবে যা নেতৃত্ব দিয়েছেন তারা উপেক্ষিত কেন?”
সংগঠনটির মুখপাত্র ফাহিম আল-ফাত্তাহ বলেন, “আমাদের রক্তের ওপরে দাঁড়িয়ে এইসব কর্মকর্তা বড় বড় চেয়ারে বসে আছেন; সেখানে আমাদের কেন অবমূল্যায়ন করা হলো।”
এদিকে শিল্পকলা একাডেমি চত্বর থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সার্কিট হাউজে সমবেত হন। পরে সার্কিট হাউজ সভাকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। এ সময় বিভাগীয় কমিশনারের আশ্বাসে শিক্ষার্থীরা অনুষ্ঠান বয়কট আপাতত স্থগিত করেন।