ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দুই এলাকায় ‘ঝুঁকিপূর্ণ’
- প্রকাশের সময় : ১১:০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / 34
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২১৬ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
আজ ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫) এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ২৮.২ গুণ বেশি রয়েছে।
এ সময় মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (৪২৫) ও মিরপুরের ইস্টার্ন হাউজিং (৩৯২) এলাকায় বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (২৬০), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল এলাকা (২৫১), মাদানি এভিনিউ এলাকায় (২২৫), পশ্চিম নাখালপাড়া সড়ক এলাকা (২১৯), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার (২১৭) ও গুলশান লেক পার্ক (২১৫) এলাকায় বাতাসের মান আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এদিন বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষ ৩ স্থানে রয়েছে চীনের শহর উহান (২৫৮), চেংদু (২৩৭) ও চংকিং (২২৭)। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি (২২৫) ও বাংলাদেশের ঢাকা (২১৬)।
ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে নেপালের কাঠমান্ডু (২০৬) ও থাইল্যান্ডের ব্যাংকক (২০২)। শহরগুলোর বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।
সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।