৩ দিনব্যাপী তারুণ্য মেলা শুরু
- প্রকাশের সময় : ০৫:২৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / 33
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যেকে সামনে রেখে রাজবাড়ীতে তিন দিনব্যাপী তারুণ্য মেলা শুরু হয়েছে। বুধবার সকালে রাজবাড়ী শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক।
মেলা উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, সদর উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মধূসুদন সাহা, মার্কেন্টাইল ব্যাংক রাজবাড়ী পিএলসি শাখার ব্যবস্থাপক মো. ইশরাকুজ্জামান প্রমুখ।
আলোচনার পর অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গনে স্থাপিত ২৩টি স্টল পরিদর্শন করেন। যেখানে উদ্যোক্তারা নিজেদের তৈরি হস্ত, বস্ত্র, কুটির শিল্প, পিঠা-পুলিসহ বিভিন্ন খাবার ও তৈজসপত্র নিয়ে বসেছে।