পাংশায় যুবদল নেতার উপর হামলার প্রতিবাদে সমাবেশ
- প্রকাশের সময় : ০৯:০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- / 13
রাজবাড়ীর পাংশা উপজেলা যুবদল নেতা ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ফরহাদ হোসেন সোহাগের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের জাগির কয়া নতুন বাজার এলাকায় ইউনিয়ন য্বুদলের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম মুরাদের সভাপতিত্বে বক্তৃতা করেন পাংশা উপজেলা যুবদলের আহŸায়ক আরিফুল ইসলাম আরিফ, কালুখালী উপজেলা কৃষকদলের আহŸায়ক আনিছ মোল্লা, জেলা ছাত্রদল নেতা সজিব রাজা প্রমুখ। বক্তারা ফরহাদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাজার প্রদক্ষিণ করে।
ফরহাদ হোসেন সোহাগ পাংশার পাট্টা ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় পাংশা থানা ও সেনা ক্যাম্পে পথক দুটি অভিযোগ দায়ের হয়েছে।
মামলার অভিযোগ সুত্রে জানাগেছে, পাংশা উপজেলা যুবদল নেতা ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরহাদ হোসেন সোহাগ মোটর সাইকেল যোগে গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বিকালে পাংশা যাবার পথে পাট্টার গোলাবাড়িয়াতে বেশ কয়েকজন গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে কিলু-ঘুশি, বাঁশের লাঠি, লোহার রড দিয়ে এলোপাথারি ভাবে মারধোর শুরু করে। তার শ্যালক কাউসার হোসেন এগিয়ে গেলে তাকেও মারধোর করে।
আহত ফরহাদ হোসেন সোহাগ জানান, পূর্ব পরিকল্পিত ভাবে তাকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা করা হয়েছে। হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতি করলেও এখন বিএনপির নাম ভাঙ্গিয়ে চলছে। তাদের সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি, দখল, লুটপাঠ, জোর জুলমে বাঁধা দেওয়ায় গতকাল বৃহস্পতিবার তার উপর হামলা হয়েছে। এই হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না করা হলে এলাকার পরিবেশ আরও নষ্ট হবে। দ্রুত তাদের গ্রেফতার করে অাইনের আওতায় আনতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।