রাবি ঢাকা জেলা সমিতির নেতৃত্বে তৌকি ও সেঁজুতি
- প্রকাশের সময় : ০৬:০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- / 10
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঢাকা জেলা সমিতির পঞ্চম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আশিকুর রহমান তৌকি এবং সাধারণ সম্পাদক হয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একই বর্ষের শিক্ষার্থী রায়হানা মালিক সেঁজুতি।
গত ১১ জানুয়ারি ঢাকা জেলা সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সেখানে বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আনাস ও সাধারণ সম্পাদক আহমেদ আশরাফুল আলম শিহাব ভোটের মাধ্যমে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এবং গতকাল ১৬ জানুয়ারি এক বছরের জন্য ঘোষিত ৩৮ সদস্যবিশিষ্ট এই কমিটি দায়িত্ব পালন করবে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সহ-সভাপতি: খন্দকার অলীন মোস্তফা, মুজাহিদুর রহমান, মালিহা মাহতাব মিথিলা, সিফাত মীর।
যুগ্ম সাধারণ সম্পাদক: জোবায়ের আহম্মেদ, আয়েশা সিদ্দিকা উর্মি।
অর্থ সম্পাদক: সাগর হোসেন।
সাংগঠনিক সম্পাদক: মাহবুবা আলম সিথী, ফয়সাল আহমেদ অনিক, রাফসান রিয়াদ, মো. রাহাত ইসলাম।
সংস্কৃতি সম্পাদক: আলফি আক্তার, ঐন্দ্রীলা রায়।
আইটি বিষয়ক সম্পাদক: সাজ্জাদ, ইসরাক আতিক সৌম্য।
প্রচার সম্পাদক: খালিদ বিন জহির, দেব চন্দ্র শীল, তানভীর হোসেন, তানজিদ হাসান সাফিন, নুজহাত মারজিয়া তিয়াশা।
দপ্তর সম্পাদক: মো. মাহিন ভূঁইয়া।
হসপিটালিটি সম্পাদক: ফারহানা বিনতে তাহের।
ক্রীড়া সম্পাদক: আবুবকর টিটো।
শিক্ষা ও পাঠচক্র সম্পাদক: কাজী অর্না।
আহ্বায়ক: আবির হোসেইন ফারদিন, জান্নাতুল এলিনা, মো. জামিউল ইসলাম জিসান।
কমিটিতে উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন জোহায়ের হক আকাশ, গোলাম তামজিদ খান, নূর মালিয়াত রীতি, মিতু আক্তার, মোহাম্মদ আনাস, ফেরদৌসী আইমিন চৌধুরী, ওমর হাসনাইন, আহমেদ আশরাফুল আলম শিহাব।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ঢাকা জেলা থেকে আগত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একত্রিত করতে এবং ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে কাজ করছে।