ফাঁদ
আইফোনের লোভ দেখিয়ে ২ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক
- প্রকাশের সময় : ০৫:১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / 18
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিজ্ঞাপন দেখে হোয়াটস অ্যপ নাম্বারে যোগাযোগ করেছিলেন আয়েশা আক্তার মিম নামে এক নারী। এরপর আইফোনের প্রলোভনের ফাঁদে ফেলে তার কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক। বুধবার রাজবাড়ী সদর থানার পুলিশ ওই প্রতারককে গ্রেপ্তার করেছে। তার নাম বিজয় কুমার দে। সে রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার গৌর চন্দ্র দে’র ছেলে। ভুক্তভোগী আয়শা আক্তার মিম রাজবাড়ী সদর উপজেলার ছোট নুরপুর গ্রামের বাসিন্দা।
আয়শা আক্তার মিম জানান, গত বছরের ২৪ অক্টোবর তারিখে ‘ফারজানা আনিকা’ নামক একটি ফেসবুক আইডিতে আইফোনের বিজ্ঞাপন দেখেন। ২৭ অক্টোবর তারিখে বিজ্ঞাপনে দেওয়া হোয়াটসঅ্যপ নাম্বারে যোগাযোগ করলে কলার জানায়, সে পড়াশোনার জন্য অ্যমেরিকায় থাকে। আপাতত ফোনের ডেলিভারি খরচ বাবদ পাঁচশ টাকা নগদের মাধ্যমে পাঠালে তিনি কুরিয়ারযোগে পাঠিয়ে দেবেন। তার কথামত পাঁচশ টাকা নগদের মাধ্যমে পাঠানোর পর তাকে জানায়, আপনি আমেরিকার খরচ দিয়েছেন মাত্র। বাংলাদেশে পাঠানোর জন্য আরও তিন হাজার টাকা পাঠাতে হবে। আবারও তিনি তিন হাজার টাকা পাঠান। এইবার কলার তাকে বলে, আপনি টাকা দিতে দেরি করে ফেলেছেন। এজন্য জরিমানা বাবদ আরও দেড় হাজার টাকা পাঠাতে হবে। গত ২৭ অক্টোবর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত আড়াই মাসে কয়েক কিস্তিতে নানাভাবে বিভিন্ন রকম কথা বলে তার কাছ থেকে দুই লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে তিনি বুঝতে পারেন তার সাথে প্রতারণা করা হচ্ছে। উপায়ান্তর না পেয়ে তিনি রাজবাড়ী সদর থানার দ্বারস্থ হন।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, প্রতারণার অভিযোগে আয়শা আক্তার মিম গত ১৪ জানুয়ারি তারিখে রাজবাড়ী সদর থানায় একটি এজাহার দেন। এরপর পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার ও তদন্ত করে বিজয় কুমার দেকে শনাক্ত করতে সক্ষম হয়। বুধবার রাজবাড়ী শহরের পান্না চত্ত¡র এলাকা থেকে বিজয়কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়। আদালতে ১৬৪ ধারা জবানবন্দীতে তার দোষ স্বীকার করেছে।