Dhaka ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জবিতে তৃতীয় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / 8

সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ হস্তান্তরসহ ৩ দফা দাবিতে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের রয়েছে। একই সাথে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ শিক্ষা মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটির মিটিংয়ে কি সিদ্ধান্ত হয় সেটা জানার জন্য সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনেও অবস্থান নিয়েছেন।

এর আগে গত সোমবার প্রায় ৩৫ ঘণ্টা পর সচিবালয়ের সামনে শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অনশন প্রত্যাহার করলেও দাবি না মানা পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা৷ সোমবার সকালে জবির প্রধান গেটে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনে (সাবেক বিবিএ ভবন), রফিক ভবন, কলা ও বিজ্ঞান অনুষদ সহ সকল ভবনে তালা দেন শিক্ষার্থীরা।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়-বাংলা, ইতিহাস, ইসলামিক ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পদার্থবিজ্ঞান, মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ইতিহাস, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন, সিএসই, ফার্মেসি, গণিত, ভূমি ব্যবস্থাপনা ও আইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, বাংলা ও গণিত বিভাগের শিক্ষার্থীরা ‘শাটডাউন’-এর সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। তারা এ সময় বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে একেএম রাকিব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়লের আজকের মিটিংয়ে বলা হয়েছে সেনাবাহিনী কাজ নিবে। কিন্তু এ বিষয়ে কোনো লিখিত নোটিশ আসেনি। তারা বলেছেন আগামী রবিবারে আসতে পারে। এজন্য আমরা কোনো লিখিত রেজুলেশন ছাড়া সিদ্ধান্ত নিতে পারি না।

তিনি আরও বলেন, যতদিন না কোনো লিখিত বা রেজুলেশন আকারে নোটিশ আসবে ততদিন পর্যন্ত আমাদের কমপ্লিট শাটডাউন চলমান থাকবে। এরপর আমরা লিখিত হাতে পেলে যদি মনে করি দাবি পূরণ হয়েছে তখন সবাই মিলে সিদ্ধান্ত নেব। তবে এ-সময়ে ক্যাম্পাসে কোনো মিটিং, মিছিল, বিক্ষোভ, সমাবেশ, জ্বালাও-পোড়াও কিছু হবে না।

উল্লেখ্য, আজই শেষ হবে শিক্ষার্থীদের তিন দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। সেই সঙ্গে আজ দুপুরে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে মন্ত্রণালয়ের সভা শেষে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জবিতে তৃতীয় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন

প্রকাশের সময় : ০২:১৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ হস্তান্তরসহ ৩ দফা দাবিতে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের রয়েছে। একই সাথে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ শিক্ষা মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটির মিটিংয়ে কি সিদ্ধান্ত হয় সেটা জানার জন্য সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনেও অবস্থান নিয়েছেন।

এর আগে গত সোমবার প্রায় ৩৫ ঘণ্টা পর সচিবালয়ের সামনে শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অনশন প্রত্যাহার করলেও দাবি না মানা পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা৷ সোমবার সকালে জবির প্রধান গেটে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনে (সাবেক বিবিএ ভবন), রফিক ভবন, কলা ও বিজ্ঞান অনুষদ সহ সকল ভবনে তালা দেন শিক্ষার্থীরা।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়-বাংলা, ইতিহাস, ইসলামিক ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পদার্থবিজ্ঞান, মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ইতিহাস, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন, সিএসই, ফার্মেসি, গণিত, ভূমি ব্যবস্থাপনা ও আইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, বাংলা ও গণিত বিভাগের শিক্ষার্থীরা ‘শাটডাউন’-এর সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। তারা এ সময় বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে একেএম রাকিব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়লের আজকের মিটিংয়ে বলা হয়েছে সেনাবাহিনী কাজ নিবে। কিন্তু এ বিষয়ে কোনো লিখিত নোটিশ আসেনি। তারা বলেছেন আগামী রবিবারে আসতে পারে। এজন্য আমরা কোনো লিখিত রেজুলেশন ছাড়া সিদ্ধান্ত নিতে পারি না।

তিনি আরও বলেন, যতদিন না কোনো লিখিত বা রেজুলেশন আকারে নোটিশ আসবে ততদিন পর্যন্ত আমাদের কমপ্লিট শাটডাউন চলমান থাকবে। এরপর আমরা লিখিত হাতে পেলে যদি মনে করি দাবি পূরণ হয়েছে তখন সবাই মিলে সিদ্ধান্ত নেব। তবে এ-সময়ে ক্যাম্পাসে কোনো মিটিং, মিছিল, বিক্ষোভ, সমাবেশ, জ্বালাও-পোড়াও কিছু হবে না।

উল্লেখ্য, আজই শেষ হবে শিক্ষার্থীদের তিন দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। সেই সঙ্গে আজ দুপুরে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে মন্ত্রণালয়ের সভা শেষে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন।