‘রাজবাড়ীর সমস্যা সমাধানে দল-সংগঠন-শিক্ষার্থীদের একসাথে কাজ করতে হবে’
- প্রকাশের সময় : ০৫:৩৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
- / 27
রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, উন্নত দেশগুলো উন্নত হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তের প্রেক্ষিতে। রাজনীতি যদি ঠিকঠাক মতো না চলে, রাজনীতি যদি মানুষের কল্যাণের জন্য না হয়, মানুষের মঙ্গলের জন্য যদি রাজনীতি না হয়, তাহলে সেই রাজনীতি মানুষের কল্যাণ তো আনেই না, বরং উল্টা কাজ করে। মানুষের ক্ষতি করে। ঠিক যেমন শেখ হাসিনা তিন মেয়াদে দীর্ঘ সময় বাংলাদেশের অনেক ক্ষতি করেছে। আমাদের কাউকে ভোট দিতে দেয় নাই। মানুষের ভোটাধিকার হরণ করেছে। আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে, গুম করেছে, মিথ্যা মামলায় জেলে ভরেছে। শিক্ষার্থী তোমাদেরকেও জেলে ভরেছে।
রোববার রাজবাড়ী শহরের একটি রেস্তোরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাজবাড়ী জেলায় ভয়াবহ মাদকের বিস্তার ঘটেছে। খেলাধুলা এবং কালচারাল কর্মকান্ড নেই বললেই চলে। রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থা, শিল্পকলা, বাস মালিক সমিতি ও চেম্বার অব কমার্সে রাজনীতিকরণ করায় এমন অবস্থা হয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা সেতু হওয়ার আন্দোলন করেছিলাম। কিন্তু খুলনা, বরিশাল এবং রাজবাড়ীর আওয়ামী লীগের নেতাকর্মীরা এই আন্দোলনে আসলো না। শেখ হাসিনা এই পদ্মা সেতু করল ঐদিকে। আগামীতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসলে এবং তোমরা আমার পাশে থাকলে রাজবাড়ীতে দ্বিতীয় পদ্মা সেতু হবে। পদ্মা সেতু হলে রাজবাড়ীর আর্থ সামাজিক ব্যাপক উন্নয়ন হবে। রাজবাড়ীতে অনেক সমস্যা রয়েছে। এগুলো একদিনে সমাধান করা যাবে না। এই সমস্যা সমাধানে রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সঙ্গে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি দ্রæত জাতীয় সংসদ নির্বাচনের দাবী জানিয়ে বলেন, দেশকে অস্থিতিশীল পরিস্থিতি হতে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
সভায় অন্যদের মাঝে বক্তৃতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসিবুল ইসলাম, মীর মাহমুদ সুজন, হৃদয়, মিরাজুল মাজেদ তূর্য, হিমেল, রাজিব মোল্লা, আশিক ইসলাম, সাদিয়া, রিয়াদুল ইসলাম প্রমুখ। এসময় ছাত্ররা তাদের ১৩ দফা দাবি উপস্থাপন করেন। সভা সঞ্চালনা করেন অংকুর স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুর রউফ হিটু।
মতবিনিময় সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম-আহŸায়ক গাজী আহসান হাবীব, বিএনপি নেতা এ মজিদ বিশ্বাস, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, যুগ্ম-আহ্বায়ক নেকবর হোসেন মনি, মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, প্রমুখ।