জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত ড. ফকীর আব্দুর রশীদ
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০২:২২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
- / ১০৪২ জন সংবাদটি পড়েছেন
৮৪তম জন্মদিনে মানুষের ভালোবাসায় শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সূফী সাধক রাজবাড়ী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. ফকীর আব্দুর রশীদ। শনিবার তার জন্মদিনে নিজ বাসভবনে মিলাদ মাহফিলসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেন তার ভক্তরা। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাকে শুভেচ্ছা জানায়।
বিকেলে রাজবাড়ী একাডেমির পক্ষ থেকে ড. ফকীর আব্দুর রশীদ ফুল, বইসহ নানা উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, সহ সভাপতি কমল কান্তি সরকার, মুহাম্মদ সাইফুৃল্লাহ, যুগ্ম সম্পাদক আহসান হাবীব, সৌমিত্র শীল চন্দন, সাংগঠনিক সম্পাদক ফারুক উদ্দিন, কার্যনির্বাহী সদস্য জেসমিন আরা নিপা, হৈমন্তি বিজয়, তাহমিনা মুন্নী, তাহমিনা সীমা, রাফিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলার অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাকে শুভেচ্ছা জানিয়েছে।
Tag :