ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের দরকার ১১৮ রান
- প্রকাশের সময় : ১০:৪১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
- / ১০৩২ জন সংবাদটি পড়েছেন
বাংলাদেশ-ভারত ফাইনাল, এশিয়ার ক্রীড়াঙ্গনে যেন নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। আরও একবার শিরোপা লড়াইয়ে প্রতিবেশি দেশের মুখোমুখি বাংলাদেশ। এবার নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে।
মালয়েশিয়ার কোয়ালালামপুরে এই ফাইনালে ৭ উইকেটে ১১৭ রানে থেমেছে ভারত। অর্থাৎ চ্যাম্পিয়ন হতে ১১৮ রান দরকার বাংলাদেশের মেয়েদের।
ফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারে জোড়া আঘাত হানেন ফারজানা ইয়াসমিন। ডানহাতি এ পেসার তিন বলের মধ্যে ফেরান কামালিনি (৫) আর সানিকা চালকেকে (০)।
গনগাডি তৃষা আর অধিনায়ক নিকি প্রসাদ অনেকটা সময় উইকেট ধরে রাখেন। অবশেষে ১২তম ওভারে এসে ভারতীয় অধিনায়ককে (১২) বোল্ড করেন হাবিবা ইসলাম। এরপর ইশওয়ারি আওসারেকে (৫) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন নিশিতা আক্তার নিশি।
একটা প্রান্ত ধরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তৃষা। ভারতীয় এই ওপেনার ফিফটি হাঁকান। এরপরই যেন ধৈর্য হারিয়ে ফেলেন। তার উইকেটটি তুলে নেন দুর্দান্ত বোলিং করা ফারজানাই। ৪৭ বলে ৫২ রানের ইনিংসে ৫টি চার আর ২টি ছক্কা হাঁকান এই ব্যাটার।
৮৪ রানে ৫ উইকেট হারায় ভারত। সেখান থেকে মিথিলা বিনোদ আর আয়ুশি শুক্লা দলকে একশ পার করে দেন। শুক্লা ১০ আর বিনোদ করেন ১৭ রান। ৭ উইকেটে ১১৭ রানে থামে ভারত।
ফারজানা ইয়াসমিন ৪ ওভারে ৩১ রানে একাই নেন ৪টি উইকেট। ২ উইকেট শিকার নিশিতা নিশির।