Dhaka ০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘বিগত তিন নির্বাচনে জনগণ ঠিকমতো ভোট দিতে পারেনি’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • / ১০২৮ জন সংবাদটি পড়েছেন

 

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘সবাই যদি চায় নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার করবে, অথবা নতুন কাউকে যুক্ত করা হবে। তবে এই মুহূর্তে এ বিষয়ে বর্তমান সরকার হাত দেবে না।’

বুধবার দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এসব কথা বলেন।

এম সাখাওয়াত বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের নিয়মে আছে তিন মাসের মধ্যে নির্বাচন করা। তবে সে সময় বাধা থাকবে কি-না তা এখনই বলা যাচ্ছে না। তবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আর আদালতের যাওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে এখনো নির্বাচনের পরিবশে আসেনি। বিগত তিন নির্বাচনে জনগণ ঠিকমতো ভোট দিতে পারেনি। সেগুলো থেকে আমাদের বের হতে হবে। আদালত থেকে যে রায় এসেছে সেটি দরকার ছিল।’

উপদেষ্টা বলেন, ‘আমরা কোন দলভুক্ত নই। আমাদের নির্বাচন করার কোন ইচ্ছাও নেই। নির্বাচন যদি কেউ করতে চান, তবে ক্ষমতা ছেড়ে করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের যত উপদেষ্টা আছেন তারা কোন দলের নয়। সবাই যদি মনে করে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার করবে, তাহলে সেটিও দেখা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট আছে সংস্কার শেষে নির্বাচন করার। তবে সময় হলে সব পরিষ্কার হবে।’

এর আগে, এদিন সকালে তামাবিল স্থলবন্দর পরিদর্শনে গিয়ে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন উপদেষ্টা। এসময় ব্যবসায়ী ও যাত্রীদের নানা সমস্যার কথা শুনেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘বিগত তিন নির্বাচনে জনগণ ঠিকমতো ভোট দিতে পারেনি’

প্রকাশের সময় : ০৭:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

 

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘সবাই যদি চায় নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার করবে, অথবা নতুন কাউকে যুক্ত করা হবে। তবে এই মুহূর্তে এ বিষয়ে বর্তমান সরকার হাত দেবে না।’

বুধবার দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এসব কথা বলেন।

এম সাখাওয়াত বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের নিয়মে আছে তিন মাসের মধ্যে নির্বাচন করা। তবে সে সময় বাধা থাকবে কি-না তা এখনই বলা যাচ্ছে না। তবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আর আদালতের যাওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে এখনো নির্বাচনের পরিবশে আসেনি। বিগত তিন নির্বাচনে জনগণ ঠিকমতো ভোট দিতে পারেনি। সেগুলো থেকে আমাদের বের হতে হবে। আদালত থেকে যে রায় এসেছে সেটি দরকার ছিল।’

উপদেষ্টা বলেন, ‘আমরা কোন দলভুক্ত নই। আমাদের নির্বাচন করার কোন ইচ্ছাও নেই। নির্বাচন যদি কেউ করতে চান, তবে ক্ষমতা ছেড়ে করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের যত উপদেষ্টা আছেন তারা কোন দলের নয়। সবাই যদি মনে করে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার করবে, তাহলে সেটিও দেখা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট আছে সংস্কার শেষে নির্বাচন করার। তবে সময় হলে সব পরিষ্কার হবে।’

এর আগে, এদিন সকালে তামাবিল স্থলবন্দর পরিদর্শনে গিয়ে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন উপদেষ্টা। এসময় ব্যবসায়ী ও যাত্রীদের নানা সমস্যার কথা শুনেন।