মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক আজাদ
- প্রকাশের সময় : ০৫:০৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / 33
মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ও সনদপত্র পেয়েছেন সাংবাদিক আবুল কালাম আজাদ । আবুল কালাম পাংশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি। শুক্রবার বিকেলে সার্ক কালচার কাউন্সিলের আয়োজনে ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই এ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করা হয়। এর আগে শ্রেষ্ঠ মহীয়সী নারী মাদার তেরেসার জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম ও পানি সম্পদ মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। আরো উপস্থিত ছিলেন সার্ক কালচার কাউন্সিলের সাধারণ সম্পাদক মোঃ আর কে রিপন,সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা গবেষণা পরিষদের উপদেষ্টা মো. মোশাররফ হোসেন ও গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী মো. মাসুদুর রহমান মিলকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এম. এ. সাত্তার।