পাংশায় পুনরায় পেঁয়াজের বীজ বিতরণ
- প্রকাশের সময় : ০৬:১৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
- / ১০৫৫ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রণোদনার পেঁয়াজের বীজ নিয়ে ক্ষতিগ্রস্থ হওয়া কৃষকদের মাঝে পূনরায় পেঁয়াজের বীজ বিতরন করা হয়েছে। পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদের সামনে এ বীজ বিতরণ করা হয়। ২০২৪-২৫ অর্থ বছরে পেঁয়াজ প্রণোদনায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে পূনরায় বিনামূল্য এ পেঁয়াজের বীজ প্রদান করেছে কৃষি বিভাগ।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা’র সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ স্বাগত বক্তব্যে কৃষকদের সাময়িক ক্ষতির বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন এমন ঘটনার পরপরই আমরা মন্ত্রনালয়কে অবহিত করার সাথে সাথে আমাদের ক্ষতিগ্রস্থ ৮৭৫ জন কৃষকদের জন্য পূনরায় বীজের ব্যবস্থা করেছেন সরকার।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ-সহকারী কর্মকর্তাগন, উপজেলার বিভিন্ন এলাকার কৃষক কৃষাণীগন উপস্থিত ছিলেন। এর আগে কৃষি প্রণোদনার আওতায় বিএডিসির বীজ দেওয়া হয়েছিল কৃষকদের সেই বীজে কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়। এতে করে পাংশা উপজেলার কিছু এলাকায় পেয়াজ চাষে কিছুটা বিলম্ব হবে বলে কৃষকরা জানান।