৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন
- প্রকাশের সময় : ০৫:০৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
- / ১০৪০ জন সংবাদটি পড়েছেন
১০ম গ্রেডে শূন্যপদে নিয়োগ কর্মসংস্থান সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজনসহ চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীরা বুধবার রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ করেছে।
‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ, ম্যাটস রাজবাড়ী’র ব্যানারে রাজবাড়ী শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তাদের অন্য তিনটি দাবির মধ্যে রয়েছে চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন ও ভাতাসহ ইন্টানীশীপ চালু, প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড এবং অনতিবিলম্বে আন্তর্জাতিক মানদন্ড ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ।
সমাবেশে বক্তারা দাবি উত্থাপন করে তা পূরণের জন্য সরকারের কাছে আকুল আবেদন জানান। তা নাহলে তারা ক্লাস বর্জন ও ধর্মঘট চালিয়ে যাবেন। বক্তৃতা করেন ম্যাটস এর প্রধান সমন্বয়ক রকি শেখ, ছাত্র সমন্বয়ক শেখ আব্দুল্লাহ, আব্দুল কাদের প্রমুখ।