Dhaka ০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবককে পেটানোর অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:১১:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৩৩ জন সংবাদটি পড়েছেন

 ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মোয়াজ্জেম হোসেন(২৮) নামে এক যুবককে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। । সে দৌলতদিয়া ইউনিয়নের সাত্তার মেম্বার পাড়ার আজিজুল সরদারের ছেলে। গত বৃহষ্পতিবার সন্ধ্যায় দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

 মোয়াজ্জেম জানান, গত ৪ সেপ্টেম্বর  বিকেলে মোয়াজ্জেম তার নিজ ফেসবুক আইডিতে পোস্ট করেন ‘কাঠ মিস্ত্রি থেকে কোটিপতি, বড্ড বরকত ময় পেশা’। ফেসবুক স্ট্যাটাসে কারো নাম উল্লেখ ছিলনা। বৃহস্পতিবার সন্ধ্যায় ৭ নং ফেরিঘাট এলাকায় হানিফের চায়ের দোকানে তিনি দাঁড়িয়ে ছিলেন। এসময় ইউপি সদস্য কাশেম খাঁর নেতৃত্বে বেশ কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে তাকে আহত করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

অভিযুক্ত কাশেম খাঁর মোবাইল ফোনে কল দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবককে পেটানোর অভিযোগ

প্রকাশের সময় : ০৬:১১:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪

 ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মোয়াজ্জেম হোসেন(২৮) নামে এক যুবককে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। । সে দৌলতদিয়া ইউনিয়নের সাত্তার মেম্বার পাড়ার আজিজুল সরদারের ছেলে। গত বৃহষ্পতিবার সন্ধ্যায় দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

 মোয়াজ্জেম জানান, গত ৪ সেপ্টেম্বর  বিকেলে মোয়াজ্জেম তার নিজ ফেসবুক আইডিতে পোস্ট করেন ‘কাঠ মিস্ত্রি থেকে কোটিপতি, বড্ড বরকত ময় পেশা’। ফেসবুক স্ট্যাটাসে কারো নাম উল্লেখ ছিলনা। বৃহস্পতিবার সন্ধ্যায় ৭ নং ফেরিঘাট এলাকায় হানিফের চায়ের দোকানে তিনি দাঁড়িয়ে ছিলেন। এসময় ইউপি সদস্য কাশেম খাঁর নেতৃত্বে বেশ কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে তাকে আহত করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

অভিযুক্ত কাশেম খাঁর মোবাইল ফোনে কল দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।