প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, স্মারকলিপি
- প্রকাশের সময় : ০৭:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
- / ১০৬৪ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া আলহাজ¦ আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন শিকদারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। এ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও অভিভাবকরাও অংশ নেন।
বুধবার সকালে ভবদিয়া এলাকা থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত¡রে যায়। এসময় প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা ¯েøাগান দেয়। পরে জেলা প্রশাসকের কাছে তারা স্মারকলিপি দেয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, কোচিং বাণিজ্যসহ নানান অনিয়মের সুস্পৃষ্ট অভিযোগ রয়েছে। এসব বিষয় নিয়ে প্রধান শিক্ষকের সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি আমলে নেননি। পরে সাক্ষাতের ইচ্ছার কথা জানালেও আর স্কুলে আসেননি। বরং মোবাইল ফোনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়েছে।
মিছিলে আসা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তানভীর আব্দুল্লাহ জানায়, প্রধান শিক্ষক তাদের স্কুলের পোশাক নির্দিষ্ট তিনটি দোকান থেকে বানাতে বলেছেন। সেখানে অনেক দাম। অন্য জায়গা থেকে বানালে হবে না বলে জানিয়েছেন। কিছুদিন আগে যে চারজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে তারা কোনো ক্লাস নেননা। শুধু কোচিং করান। এসবই প্রধান শিক্ষকের ইন্ধনে হয়েছে।
দশম শ্রেণির ছাত্র মাহমুদ হাসিব জানায়, তার বাবা নেই। কারো বাবা না থাকলে তার পড়াশোনা অবৈতনিক হওয়ার কথা। কিন্তু তাকে ঠিকই বেতন দিতে হয়েছে। এছাড়া কোনো প্রশ্ন তুললেই প্রধান শিক্ষক তাদেরকে নানান রকম ভয়ভীতি দেখাতেন।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তাইফুর রহমান, মুরাদ হাসান, জাহাঙ্গীর শেখসহ বেশ কয়েকজন জানান, প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতি সকল সীমা ছাড়িয়ে গেছে। একারণে তার অপসারণ জরুরি।
এ বিষয়ে কথা বলতে প্রধান শিক্ষক কবির উদ্দিন শিকদারের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।