Dhaka ০৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সুযোগ বুঝে রান্নার মসলায় মিশিয়ে দিত চেতনানাশক, ঘুমিয়ে গেলেই চুরি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • / ১০৭৪ জন সংবাদটি পড়েছেন

 

দিনে ও রাতে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে সুযোগ বুঝে কোন বাড়ির রান্নাঘরে ঢুকে মসলার মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিত। ওই মসলা দিয়ে রান্না করা তরকারি খেয়ে সবাই যখন অচেতন হয়ে পড়ত। তখন বাড়ির মূল্যবান জিনিসপত্র নিয়ে সটকে পড়ত তারা। এই চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. ইফতেখারুজ্জামান।

চক্রের গ্রেপ্তার সদস্যরা হলো ফরিদপুরের কানাইপুর এলাকার মৃত আলিমুদ্দিন শেখের ছেলে কামাল শেখ, মৃত রইচ মন্ডলের ছেলে রুবেল মন্ডল,  একই জেলার রসুলপুর গ্রামের পরশ উল্লাহ মল্লিকের ছেলে লালন মল্লিক ও রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর গ্রামের সিররাজুল ইসলামের ছেলে বিল্লাল মুন্সী। এসময় তাদের কাছ থেকে দুটি লোহার রড, লোহার প্লাস, একটি রেঞ্জ, চেতনানাশক ওষুধ উদ্ধার করা হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. ইফতেখারুজ্জামান জানান, সম্প্রতি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরের একটি বাড়ির সকলকে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। রোববার গোপন সূত্রে খবর পাওয়া যায় চোর চক্রের কয়েক সদস্য রাজবাড়ী শহরের রেল স্টেশন এলাকায় অবস্থান করছে। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে এবং পরে তাদের তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দিনে ও রাতে তারা বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। সুযোগ বুঝে কারও বাড়ির রান্নাঘরে ঢুকে মসলার সাথে চেতনানাশক ওষুধ দেয়। সেই রান্নার খাবার খেয়ে বাড়ির সবাই অচেতন হয়ে যায়। তখনই তারা নির্বিঘেœ চুরি করে। কখনও কেউ জেগে গেলে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে।

চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সুযোগ বুঝে রান্নার মসলায় মিশিয়ে দিত চেতনানাশক, ঘুমিয়ে গেলেই চুরি

প্রকাশের সময় : ০৯:১৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪

 

দিনে ও রাতে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে সুযোগ বুঝে কোন বাড়ির রান্নাঘরে ঢুকে মসলার মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিত। ওই মসলা দিয়ে রান্না করা তরকারি খেয়ে সবাই যখন অচেতন হয়ে পড়ত। তখন বাড়ির মূল্যবান জিনিসপত্র নিয়ে সটকে পড়ত তারা। এই চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. ইফতেখারুজ্জামান।

চক্রের গ্রেপ্তার সদস্যরা হলো ফরিদপুরের কানাইপুর এলাকার মৃত আলিমুদ্দিন শেখের ছেলে কামাল শেখ, মৃত রইচ মন্ডলের ছেলে রুবেল মন্ডল,  একই জেলার রসুলপুর গ্রামের পরশ উল্লাহ মল্লিকের ছেলে লালন মল্লিক ও রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর গ্রামের সিররাজুল ইসলামের ছেলে বিল্লাল মুন্সী। এসময় তাদের কাছ থেকে দুটি লোহার রড, লোহার প্লাস, একটি রেঞ্জ, চেতনানাশক ওষুধ উদ্ধার করা হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. ইফতেখারুজ্জামান জানান, সম্প্রতি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরের একটি বাড়ির সকলকে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। রোববার গোপন সূত্রে খবর পাওয়া যায় চোর চক্রের কয়েক সদস্য রাজবাড়ী শহরের রেল স্টেশন এলাকায় অবস্থান করছে। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে এবং পরে তাদের তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দিনে ও রাতে তারা বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। সুযোগ বুঝে কারও বাড়ির রান্নাঘরে ঢুকে মসলার সাথে চেতনানাশক ওষুধ দেয়। সেই রান্নার খাবার খেয়ে বাড়ির সবাই অচেতন হয়ে যায়। তখনই তারা নির্বিঘেœ চুরি করে। কখনও কেউ জেগে গেলে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে।

চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।