পুলিশের ওপর হামলা ও নাশকতার মামলায় বিএনপির ৪৫ নেতাকর্মী জামিন
- প্রকাশের সময় : ০৭:৪৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ১১৩০ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা ও নাশকতার মামলায় বিএনপির সাবেক দুই এমপিসহ ৪৫ নেতাকর্মী জামিন পেয়েছেন। রবিবার সকালে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মাৎ জাকিয়া পারভীন তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিন পাওয়া নেতাকর্মীরা হলেন- রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নৈওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু, বিএনপি নেতা মো. হারুন মজুমদার, মো. রেজাউল শেখ, মো. শফিকুল ইসলাম, আব্দুল মালেক সিকদার, রাজবাড়ী পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাট, মঞ্জুরুল আলম দুলাল, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জাহাঙ্গীর আল আওয়াল, আলামিন, নুর ইসলাম, দাইরান, গোলাম মহিউদ্দিন আহমেদ গিটার, ইউসুফ হোসেন পাটোয়ারী, আরিফুর রহমান খান, আব্দুর রউফ হিটু, গাজী আহসান হাবিব, জিলাল সরদার, রকি, আব্বাস সরদার, কায়সার মাহমুদ, আফসার আলী সরদার, শাহাদত, শফিক, নুরু মিয়া, হাবিবুর রহমান রাজা, সিরাজুল ইসলাম পিনু, মনিরুজ্জামান মনির, ইমরান, মোহাম্মদ আলী, মো. ইউসুফ আলী, খোরশেদ, মনিরুজ্জামান, আবির, মুন্নু মোল্যা, কাইয়ুম, দেলো, লাল মিয়া, অশোক কুমার, জহুরুল ইসলাম নুরনবী, শামসু মীর, রায়হান খান, খন্দকার মশিউল আযম চুন্নু, বাবু সরদার।
উল্লেখ্য,রাজবাড়ীতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা থেকে পুলিশের ওপর হামলা করে নেতাকর্মীরা। এ অভিযোগে রাজবাড়ী সদর থানার এসআই সোহেল রানা বাদী হয়ে ২ সেপ্টেম্বর ১১১ জনের নাম উল্লেখসহ ২ হাজার থেকে ২ হাজার ২২ জনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় পুলিশ ২৮ জনকে গ্রেপ্তার করেন। অপরদিকে, বিএনপির নেতাকর্মীদের একটি অংশ রাজবাড়ী রেলওয়ে স্টেশনে অবৈধভাবে প্রবেশ করে রেলওয়ে থানার ওসি সোমনাথ বসু, এসআই বিধান চন্দ্র মল্লিক ও কনস্টেবল শারমিনা খাতুনের ওপর হামলা চালায়। এ অভিযোগে রাজবাড়ী জিআরপি থানার এসআই বিধান চন্দ্র মল্লিক বাদী হয়ে রেলওয়ে থানায় ৫ জনের নাম উল্লেখসহ সাড়ে ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।