Dhaka ০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর মূলঘর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
  • / ১০৯৫ জন সংবাদটি পড়েছেন

 

 একটি মামলার ভিকটিম সম্পর্কে মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য দিয়ে প্রত্যয়নপত্র ইস্যু করায় রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউপি চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। তিনি রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গত ১২ অক্টোবর তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে, শেখ মো. ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে ফৌজদারী আদালতে বিচারাধীন মামলার আসামিদের অনুক‚লে প্রভাবিত করার লক্ষ্যে এখতিয়ার বহিভর্‚তভাবে মামলার ভিকটিম সম্পর্কে মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য দিয়ে প্রত্যয়নপত্র ইস্যু করার অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া তার কারণ দর্শাণোর জবাব সন্তোষজনক না হওয়ায় স্থানীয় সরকার আইনের সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ীর জেলা প্রশাসক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। প্রশাসনিক দৃষ্টিকোণে তার ক্ষমতা প্রয়োগ সমীচিন হয়নি মনে করে। একারণে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন জানান, মূলঘর ইউপি চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামানকে বরখাস্তের চিঠি এখনও হাতে পাননি। তবে তাকে বরখাস্ত করা হয়েছে- এমন কথা শুনেছেন।

এব্যাপারে মূলঘর ইউপি চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামানের সাথে কথা বলতে তার মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ক্ষুদে বার্তা পাঠালেও জবাব দেননি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর মূলঘর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রকাশের সময় : ০৯:০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩

 

 একটি মামলার ভিকটিম সম্পর্কে মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য দিয়ে প্রত্যয়নপত্র ইস্যু করায় রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউপি চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। তিনি রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গত ১২ অক্টোবর তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে, শেখ মো. ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে ফৌজদারী আদালতে বিচারাধীন মামলার আসামিদের অনুক‚লে প্রভাবিত করার লক্ষ্যে এখতিয়ার বহিভর্‚তভাবে মামলার ভিকটিম সম্পর্কে মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য দিয়ে প্রত্যয়নপত্র ইস্যু করার অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া তার কারণ দর্শাণোর জবাব সন্তোষজনক না হওয়ায় স্থানীয় সরকার আইনের সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ীর জেলা প্রশাসক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। প্রশাসনিক দৃষ্টিকোণে তার ক্ষমতা প্রয়োগ সমীচিন হয়নি মনে করে। একারণে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন জানান, মূলঘর ইউপি চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামানকে বরখাস্তের চিঠি এখনও হাতে পাননি। তবে তাকে বরখাস্ত করা হয়েছে- এমন কথা শুনেছেন।

এব্যাপারে মূলঘর ইউপি চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামানের সাথে কথা বলতে তার মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ক্ষুদে বার্তা পাঠালেও জবাব দেননি।