ফিলিস্তিনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ
- প্রকাশের সময় : ০৯:০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
- / ১০৮৯ জন সংবাদটি পড়েছেন
ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে রাজবাড়ী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে শহরের আজাদি ময়দানে রাজবাড়ী জেলা ইমাম কমিটির আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় আল আকসা মসজিদ রক্ষার দাবিও তোলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ মিছিলে ফিলিস্তিনের পতাকা উড়ান আগত মানুষেরা । সেই সাথে ফিলিস্তিন মুক্ত করো, ইসরায়েলের পণ্য বর্জন করোসহ বিভিন্ন স্লোগান দেন।
জেলা ঈমাম কমিটির আয়োজনে দুপুরে জুমার নামাজ শেষে জেলার বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট মিছিল নিয়ে শহরের আজাদী ময়দানে জমা হন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। তারপর আজাদী ময়দান থেকে বেড় করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘুড়ে মুক্তিযোদ্ধা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
রাজবাড়ী জেলা ইমাম কমিটির সভাপতি হাফেজ হযরত মাওলানা ইলিয়াস মোল্লার সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাইফুল সোহাগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সমাবেশে বক্তারা ,ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত ইসরায়েলে হামলা বন্ধের আহ্বান জানান।