Dhaka ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
দুর্ভোগে যাত্রীরা

রাজবাড়ী-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১৩৭ জন সংবাদটি পড়েছেন

 

রাজবাড়ী-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ঢাকাগামী বাস যাত্রীরা। রাজবাড়ীর উপর দিয়ে শ্যামলী পরিবহনের বাস চলাচলে বাধা দেওয়ার প্রতিক্রিয়ায় ঢাকার গাবতলী বাস টার্মিনালে রাজবাড়ীর বাসগুলো চলাচলে বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। যে কারণে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

রাজবাড়ী পরিবহন মালিক গ্রæপের নেতারা জানিয়েছেন, রাজবাড়ী থেকে রাজবাড়ীর বাস ছাড়াও অন্ততঃ ৫০ টি ট্রিপ বাস চলাচল করে। সম্প্রতি ঢাকার শ্যামলী, হানিফসহ কয়েকটি পরিবহনের আরও ২৫টি ট্রিপ রাজবাড়ীর উপর দিয়ে চলাচল শুরু করে। এতে রাজবাড়ীর বাস মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। শ্যামলী পরিবহনের ঢাকা থেকে রাজবাড়ী রুটে দুটি বাস চলে। এতে তাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু গত ৩ সেপ্টেম্বর শ্যামলী পরিবহন হঠাৎ করেই এ রুটে দিনের বেলায় আরও একটি ট্রিপ নিয়ে আসে। এভাবে তারা বাস চালালে রাজবাড়ীর পরিবহন মালিকদের ব্যবসায় ক্ষতি হয়। যে কারণে তারা ওই দিনের বাসটি ঢাকায় ফেরত পাঠান। ট্রিপ নির্ধারণের জন্য শ্যামলী পরিবহন কর্তৃপক্ষকে রাজবাড়ী বাস মালিক গ্রæপের সঙ্গে আলোচনা করার কথা বলেন। কিন্তু তারা কোনো আলোচনা করেনি। এরপর সোমবার সকালে আবারও শ্যামলী পরিবহনের গাড়ি চলাচলে বাধা দেন তারা। যার প্রতিক্রিয়ায় গাবতলী বাস টার্মিনালে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা রাজবাড়ীর বাস আটকে দেয়। তারা গাবতলী বাস টার্মিনালে রাজবাড়ীর বাসের সব কাউন্টার বন্ধ করে দেয়। রাজবাড়ীর কোনো বাস গাবতলী থেকে ছাড়তে দিচ্ছে না। এসব কারণে রাজবাড়ী-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।

রাজবাড়ী পরিবহন মালিক গ্রæপের সাধারণ সম্পাদক আব্দুুর রাজ্জাক লিটন জানান, বিষয়টি নিয়ে তারা মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করেছেন। তারা ঢাকার সংশ্লিষ্টদের সাথে কথা বলে সন্ধ্যায় জানাবেন। ফলাফল ইতিবাচক হলে বাস চলাচল শুরু হবে। নাহলে তারা (রাজবাড়ী পরিবহন মালিক গ্রæপ) বসে সিদ্ধান্ত নেবেন।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বিষয়টি নিয়ে আলোচনা করে সন্তোষজনক সিদ্ধান্তে পৌছাতে পারবেন বলে আশা করছেন।

এদিকে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীরা দুর্ভোগে পড়েন। দীর্ঘ পথ তাদের ভেঙে ভেঙে যেতে হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুর্ভোগে যাত্রীরা

রাজবাড়ী-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ

প্রকাশের সময় : ০৮:৪১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩

 

রাজবাড়ী-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ঢাকাগামী বাস যাত্রীরা। রাজবাড়ীর উপর দিয়ে শ্যামলী পরিবহনের বাস চলাচলে বাধা দেওয়ার প্রতিক্রিয়ায় ঢাকার গাবতলী বাস টার্মিনালে রাজবাড়ীর বাসগুলো চলাচলে বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। যে কারণে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

রাজবাড়ী পরিবহন মালিক গ্রæপের নেতারা জানিয়েছেন, রাজবাড়ী থেকে রাজবাড়ীর বাস ছাড়াও অন্ততঃ ৫০ টি ট্রিপ বাস চলাচল করে। সম্প্রতি ঢাকার শ্যামলী, হানিফসহ কয়েকটি পরিবহনের আরও ২৫টি ট্রিপ রাজবাড়ীর উপর দিয়ে চলাচল শুরু করে। এতে রাজবাড়ীর বাস মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। শ্যামলী পরিবহনের ঢাকা থেকে রাজবাড়ী রুটে দুটি বাস চলে। এতে তাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু গত ৩ সেপ্টেম্বর শ্যামলী পরিবহন হঠাৎ করেই এ রুটে দিনের বেলায় আরও একটি ট্রিপ নিয়ে আসে। এভাবে তারা বাস চালালে রাজবাড়ীর পরিবহন মালিকদের ব্যবসায় ক্ষতি হয়। যে কারণে তারা ওই দিনের বাসটি ঢাকায় ফেরত পাঠান। ট্রিপ নির্ধারণের জন্য শ্যামলী পরিবহন কর্তৃপক্ষকে রাজবাড়ী বাস মালিক গ্রæপের সঙ্গে আলোচনা করার কথা বলেন। কিন্তু তারা কোনো আলোচনা করেনি। এরপর সোমবার সকালে আবারও শ্যামলী পরিবহনের গাড়ি চলাচলে বাধা দেন তারা। যার প্রতিক্রিয়ায় গাবতলী বাস টার্মিনালে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা রাজবাড়ীর বাস আটকে দেয়। তারা গাবতলী বাস টার্মিনালে রাজবাড়ীর বাসের সব কাউন্টার বন্ধ করে দেয়। রাজবাড়ীর কোনো বাস গাবতলী থেকে ছাড়তে দিচ্ছে না। এসব কারণে রাজবাড়ী-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।

রাজবাড়ী পরিবহন মালিক গ্রæপের সাধারণ সম্পাদক আব্দুুর রাজ্জাক লিটন জানান, বিষয়টি নিয়ে তারা মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করেছেন। তারা ঢাকার সংশ্লিষ্টদের সাথে কথা বলে সন্ধ্যায় জানাবেন। ফলাফল ইতিবাচক হলে বাস চলাচল শুরু হবে। নাহলে তারা (রাজবাড়ী পরিবহন মালিক গ্রæপ) বসে সিদ্ধান্ত নেবেন।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বিষয়টি নিয়ে আলোচনা করে সন্তোষজনক সিদ্ধান্তে পৌছাতে পারবেন বলে আশা করছেন।

এদিকে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীরা দুর্ভোগে পড়েন। দীর্ঘ পথ তাদের ভেঙে ভেঙে যেতে হয়েছে।