Dhaka ০৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

টিম রাজবাড়ী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫৩:০০ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১৭৫ জন সংবাদটি পড়েছেন

সামাজিক সংগঠন টিম রাজবাড়ী ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার রাতে পালিত হয়েছে। রাত আটটায় স্থানীয় দৈনিক জনতার আদালত কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।

সংগঠনের সভাপতি জয়ন্ত কুমার দাসের সভাপতিত্বে বক্তৃতা করেন সাবেক জেলা শিক্ষা অফিসার ও সংগঠনের উপদেষ্টা সৈয়দ সিদ্দিকুর রহমান, সহ সভাপতি কমল কান্তি সরকার, মুহাম্মদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আহসান হাবীব, শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, কবি খোকন মাহমুদ, সংগঠনের কোষাধ্যক্ষ ইউনুস মোল্লা, আইন সম্পাদক মাসুদ আহমেদ, কার্যনির্বাহী সদস্য ফারুক উদ্দিন, রবিউল রবি প্রমুখ। সঞ্চালনা করেন সাংবাদিক সৌমিত্র শীল চন্দন।

এসময় জানানো হয়, মানবিক ও জনকল্যাণমূলক কাজ করার লক্ষ্যে সংগঠনটির জন্ম হয়েছে। এ পর্যন্ত তারা তিনজন হতদরিদ্র অসহায় মানুষকে দোকান করে দিয়েছেন। তারা সকলেই এখন স্বাবলম্বী। কয়েকজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিয়েছেন। বিগত রমজান মাসে ৫৬টি পরিবারকে এক মাসের খাবার দিয়েছেন। দুর্গম কুশাহাটা চরের শিশুদের পড়াশোনার ব্যবস্থা করেছেন। আগামীতে তারা আরও মানবিক ও জনকল্যাণমূলক কাজ করতে চান।

এক বছরে সংগঠনটি যেসব জনকল্যাণমূলক কাজ করেছে;

১। দাদশীর শুকুর মোল্লার দোকান তৈরী ও মালামাল প্রদান ।

২। গোয়ালন্দের কুশাহাটা চরে যৌথভাবে স্কুল ঘর নির্মাণ ও শিক্ষা সামগ্রী বিতরণ।

৩। বরাট ইউনিয়নের গোপালবাড়ি গ্রামের ২য় শ্রেণিতে অধ্যয়নরত ওবাইদুল্লাকে হুইল চেয়ার প্রদান।

৪। কুশাহাটার চরে ১৬০টি পরিবারের জন্য শীতবস্ত্র বিতরণ।

৫। কুশাহাটা চরের স্কুলের বাচ্চাদের একই কালারের স্কুল ড্রেস উপহার।

৬। দৌলতদিয়ার ১টি এতিম খানায় শীতবস্ত্র বিতরণ।

৭। রাজবাড়ীর বিভিন্ন অঞ্চলে সুবিধাবঞ্চিত ৫৬ পরিবারের মধ্যে ১ মাসের খাদ্যসামগ্রী বিতরণ।

৮। কালুখালী’র বি-কয়া এলাকায় আগুনে পুরে যাওয়া ১২টি পরিবারের মধ্যে ১ মাসের খাদ্যসামগ্রী বিতরণ।

৯। বাগেরহাট খুলনায় প্রতিবন্ধী মেধাবী সুমাইয়ার জন্য ১ টি হুইলচেয়ার উপহার।

১০। পাঁচুরিয়ায় আগুনে পুরে যাওয়া ১ টি পরিবারকে বসতিঘর বাবদ ৩ বাধ টিন প্রদান।

১১। লোকোসেড এলাকায় প্রতিবন্ধী অর্জুন কে ১টি হুইল চেয়ার প্রদান।

১২। কালুখালী’র আখরজানি এলাকার প্রতিবন্ধী ইমরান কে ১টি হুইল চেয়ার প্রদান।

১৩। লোকোসেড এলাকার প্রতিবন্ধী রাকিব কে দোকানের মালামাল ক্রয় ও ১টি হুইল চেয়ার প্রদান করে কর্মসংস্থানে ফিরিয়ে আনা।

১৪। দৌলতদিয়ার ১টি এতিমখানায় স্কুল ইউনিফর্ম প্রদান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টিম রাজবাড়ী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের সময় : ০৮:৫৩:০০ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩

সামাজিক সংগঠন টিম রাজবাড়ী ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার রাতে পালিত হয়েছে। রাত আটটায় স্থানীয় দৈনিক জনতার আদালত কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।

সংগঠনের সভাপতি জয়ন্ত কুমার দাসের সভাপতিত্বে বক্তৃতা করেন সাবেক জেলা শিক্ষা অফিসার ও সংগঠনের উপদেষ্টা সৈয়দ সিদ্দিকুর রহমান, সহ সভাপতি কমল কান্তি সরকার, মুহাম্মদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আহসান হাবীব, শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, কবি খোকন মাহমুদ, সংগঠনের কোষাধ্যক্ষ ইউনুস মোল্লা, আইন সম্পাদক মাসুদ আহমেদ, কার্যনির্বাহী সদস্য ফারুক উদ্দিন, রবিউল রবি প্রমুখ। সঞ্চালনা করেন সাংবাদিক সৌমিত্র শীল চন্দন।

এসময় জানানো হয়, মানবিক ও জনকল্যাণমূলক কাজ করার লক্ষ্যে সংগঠনটির জন্ম হয়েছে। এ পর্যন্ত তারা তিনজন হতদরিদ্র অসহায় মানুষকে দোকান করে দিয়েছেন। তারা সকলেই এখন স্বাবলম্বী। কয়েকজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিয়েছেন। বিগত রমজান মাসে ৫৬টি পরিবারকে এক মাসের খাবার দিয়েছেন। দুর্গম কুশাহাটা চরের শিশুদের পড়াশোনার ব্যবস্থা করেছেন। আগামীতে তারা আরও মানবিক ও জনকল্যাণমূলক কাজ করতে চান।

এক বছরে সংগঠনটি যেসব জনকল্যাণমূলক কাজ করেছে;

১। দাদশীর শুকুর মোল্লার দোকান তৈরী ও মালামাল প্রদান ।

২। গোয়ালন্দের কুশাহাটা চরে যৌথভাবে স্কুল ঘর নির্মাণ ও শিক্ষা সামগ্রী বিতরণ।

৩। বরাট ইউনিয়নের গোপালবাড়ি গ্রামের ২য় শ্রেণিতে অধ্যয়নরত ওবাইদুল্লাকে হুইল চেয়ার প্রদান।

৪। কুশাহাটার চরে ১৬০টি পরিবারের জন্য শীতবস্ত্র বিতরণ।

৫। কুশাহাটা চরের স্কুলের বাচ্চাদের একই কালারের স্কুল ড্রেস উপহার।

৬। দৌলতদিয়ার ১টি এতিম খানায় শীতবস্ত্র বিতরণ।

৭। রাজবাড়ীর বিভিন্ন অঞ্চলে সুবিধাবঞ্চিত ৫৬ পরিবারের মধ্যে ১ মাসের খাদ্যসামগ্রী বিতরণ।

৮। কালুখালী’র বি-কয়া এলাকায় আগুনে পুরে যাওয়া ১২টি পরিবারের মধ্যে ১ মাসের খাদ্যসামগ্রী বিতরণ।

৯। বাগেরহাট খুলনায় প্রতিবন্ধী মেধাবী সুমাইয়ার জন্য ১ টি হুইলচেয়ার উপহার।

১০। পাঁচুরিয়ায় আগুনে পুরে যাওয়া ১ টি পরিবারকে বসতিঘর বাবদ ৩ বাধ টিন প্রদান।

১১। লোকোসেড এলাকায় প্রতিবন্ধী অর্জুন কে ১টি হুইল চেয়ার প্রদান।

১২। কালুখালী’র আখরজানি এলাকার প্রতিবন্ধী ইমরান কে ১টি হুইল চেয়ার প্রদান।

১৩। লোকোসেড এলাকার প্রতিবন্ধী রাকিব কে দোকানের মালামাল ক্রয় ও ১টি হুইল চেয়ার প্রদান করে কর্মসংস্থানে ফিরিয়ে আনা।

১৪। দৌলতদিয়ার ১টি এতিমখানায় স্কুল ইউনিফর্ম প্রদান।