রাজবাড়ীতে বিএনপি-পুুলিশ সংঘর্ষের ঘটনায় ২ মামলায় আসামি ২ হাজার ৭শ \ গ্রেপ্তার ২৮
- প্রকাশের সময় : ০৮:৫০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১১৫৪ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীতে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষের ঘটনায় রাজবাড়ী সদর ও জিআরপি থানায় রোববার পৃথক দুটি মামলা হয়েছে। এ দুটি মামলায় আসামি করা হয়েছে ২ হাজার ৭শ জনকে। এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেছে ২৮ জনকে।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, পুলিশের উপর হামলা ও আইনশৃঙ্খলা বিঘœ করায় রাজবাড়ী সদর থানার এসআই মো. সোহেল রানা বাদী হয়ে ১১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই হাজার দুইশ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
এসআই সোহেল রানা জানান, পুলিশ ২৮ জনকে গ্রেপ্তার করেছে। রোববার তাদের রাজবাড়ী আদালতে চালান করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অপরদিকে রাজবাড়ী জিআরপি থানার ওসিসহ চার পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় জিআরপি থানার এসআই বিধান চন্দ্র মল্লিক বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচশ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ মোট ছয়টি ধারায় মামলা করেছেন। এজাহারে যাদের নাম উল্লেখ রয়েছে তারা হলো আমিনুল ইসলাম, মো. আলী সেখ, সিহাব খান, হৃদয় ইসলাম ও তৌহিদুর রহমান। এদের সবার বাড়ি পাংশা উপজেলার বিভিন্ন গ্রামে।
জিআরপি থানার ওসি সোমনাথ বসু জানান, বিএনপির নেতাকর্মীরা রেল স্টেশনে একত্রিত হয়ে চরম হট্টগোল করছিল। এতে অন্য যাত্রীদের সমস্যা হচ্ছিল। তারা বিএনপির নেতাকর্মীদের বলেছিলেন, যারা ট্রেনের যাত্রী নন। তারা চলে যান। একথা বলার পর অতর্কিতভাবে তাদের উপর হামলা চালানো হয়। এমন ঘটনার জন্য তারা মোটেই প্রস্তুত ছিলেন না। হামলার পর রাজবাড়ী জেলা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ পাঁচজনকে আটক করে। ওই পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা পাঁচশ জনের বিরুদ্ধে জিআরপি থানায় মামলা হয়েছে।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার জেলা বিএনপির খৈয়ম গ্রæপ মিছিল বের করে ফিরে যাওয়ার সময় পুলিশের সাথে সংঘর্ষ হয়। এছাড়া রাজবাড়ী রেল স্টেশনে হামলায় জিআরপি থানার চার পুলিশ সদস্য আহত হন।