কার্টুনিস্ট এমএ কুদ্দুসের স্মরণসভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৯:৩৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
- / ১১৩৭ জন সংবাদটি পড়েছেন
ঢাকার রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির উদ্যোগে সমিতির প্রয়াত সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস এর স্মরণসভা ও ‘বাংলাদেশের অর্থনীতি–রাজনীতিতে কার্টুনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘লক্ষ কোটি টাকা দিয়ে আমরা কী কাজ করছি, কেন করছি, সেই টাকার মালিক জনগণের তা জানার অধিকার ও প্রয়োজন আছে।’ ‘সাম্প্রতিক সময়ে পত্রপত্রিকায় কার্টুন কম দেখা যায়। আগে বেশি দেখা যেত। পশ্চিমা জগতে কার্টুনের বিশাল ভূমিকা রয়েছে। একটি ছবি দিয়ে অনেক শব্দের চেয়েও বেশি কিছু বোঝানো যায়। আর একটা কার্টুন দিয়ে বোঝানো যায় লাখো মিলিয়ন শব্দ। এই মাধ্যমের সৃজনশীল স্রষ্টা ছিলেন এম এ কুদ্দুস।
ঢাকার রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল লতিফ মোল্লা। স্মৃতিচারণ করেন এম এ কুদ্দুসের স্ত্রী তানিয়া সুলতানা, নয়া দিগন্তের চিফ রিপোর্টার ও সমিতির অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের পান্থ আফজাল, সমিতির সাংগঠনিক সম্পাদক অরন্য গফুর এবং সাংস্কৃতিক সম্পাদক চন্দন সান্যাল।
আরও উপস্থিত ছিলেন মাসিক সরগমের সম্পাদক ও রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির উপদেষ্টা কাজী রওনাক হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম মুর্তজা, ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন, সমিতির সহসভাপতি শাহীন হাসনাত, রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির সহসভাপতি মানিক লাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. ফারহানা রশীদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিমন রহমান।