Dhaka ০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাঈদী গায়েবানায় জানাজায় অংশ নিয়ে সরকারবিরোধী বক্তব্য \ স্কুলশিক্ষককে শোকজ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১০:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • / ১১৬২ জন সংবাদটি পড়েছেন

মানবতাবিরোধী অপরাধে দন্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজায় অংশ নিয়ে সরকার বিরোধী আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খোন্দকার মনির আযম মুন্নুকে শোকজ করা হয়েছে। তার বাড়ি বালিয়াকান্দি উপজেলা এলাকায়।

জানা গেছে, পিরোজপুরে দেলাওয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজায় অংশ নিয়ে খোন্দকার মনির আযম মুন্নু সরকারবিরোধী বক্তব্য দেওয়ার পাশাপাশি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন। তার বক্তব্যের সময় সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কট‚ক্তি করে ¯েøাগান দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে শোকজ করেন।

এবিষয়ে বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা জানান, সরকারবিরোধী বক্তব্য দেওয়ায় শিক্ষক মনির আযম মুন্নুকে শোকজ করা হয়েছিল। রোববার শোকজের জবাব দিয়েছেন। আবেগের বশবর্তী হয়ে এমন বক্তব্য দিয়েছেন উল্লেখ করে ক্ষমা চেয়েছেন। বিষয়টি নিয়ে ইউএনও, বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষা কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, শিক্ষকতা পেশায় থেকে সরকারি চাকরি করে এমন আপত্তিকর বক্তব্য দেওয়া কখনই কাম্য হতে পারে না। ক্ষমা চাইলেই পার পাওয়া যাবে না। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কথা বলতে খোন্দকার মনির আযম মুন্নুর মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। এসএমএস পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।

 

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাঈদী গায়েবানায় জানাজায় অংশ নিয়ে সরকারবিরোধী বক্তব্য \ স্কুলশিক্ষককে শোকজ

প্রকাশের সময় : ০৭:১০:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩

মানবতাবিরোধী অপরাধে দন্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজায় অংশ নিয়ে সরকার বিরোধী আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খোন্দকার মনির আযম মুন্নুকে শোকজ করা হয়েছে। তার বাড়ি বালিয়াকান্দি উপজেলা এলাকায়।

জানা গেছে, পিরোজপুরে দেলাওয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজায় অংশ নিয়ে খোন্দকার মনির আযম মুন্নু সরকারবিরোধী বক্তব্য দেওয়ার পাশাপাশি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন। তার বক্তব্যের সময় সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কট‚ক্তি করে ¯েøাগান দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে শোকজ করেন।

এবিষয়ে বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা জানান, সরকারবিরোধী বক্তব্য দেওয়ায় শিক্ষক মনির আযম মুন্নুকে শোকজ করা হয়েছিল। রোববার শোকজের জবাব দিয়েছেন। আবেগের বশবর্তী হয়ে এমন বক্তব্য দিয়েছেন উল্লেখ করে ক্ষমা চেয়েছেন। বিষয়টি নিয়ে ইউএনও, বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষা কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, শিক্ষকতা পেশায় থেকে সরকারি চাকরি করে এমন আপত্তিকর বক্তব্য দেওয়া কখনই কাম্য হতে পারে না। ক্ষমা চাইলেই পার পাওয়া যাবে না। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কথা বলতে খোন্দকার মনির আযম মুন্নুর মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। এসএমএস পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।