সনাকের আয়োজনে তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন
- প্রকাশের সময় : ১০:৪৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
- / ১০৯৭ জন সংবাদটি পড়েছেন
তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে ধারণা প্রদান, আইনটি প্রয়োগে উৎসাহিত করা এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধকরণ কর্মসূচি আওতায় বৃহস্পতিবার রাজবাড়ী সচেতন নাগরিক কমিটির আয়োজনে তথ্য প্রদানের সংস্কৃতি, রুখবে দুর্নীতি প্রতিপাদ্য নিয়ে চন্দনী টেকনিক্যাল এন্ড বিএম স্কুল এন্ড কলেজ, রাজবাড়ীতে তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সনাক সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামানের এর সভাপতিত্বে তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে চন্দনী টেকনিক্যাল এন্ড বিএম স্কুল এন্ড কলেজ, রাজবাড়ীর অধ্যক্ষ মাফরোজা খাতুন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উক্ত প্রতিষ্ঠানের সভাপতি আসিফ মাহমুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তথ্য অধিকার এবং তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন টিআইবি এর এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ। শতাধিক শিক্ষার্থী তথ্য অধিকার আইন সমন্ধে ধারনা লাভ এবং তথ্য অধিকার আইনের মাধ্যমে আবেদন ফরম পুরন করা হাতে কলমে শিখতে পেরেছে। সংবাদ বিজ্ঞপ্তি